গরুপাচারকাণ্ডে রাজনৈতিক নেতা, আমলা যোগ? তদন্তে সিবিআই
গরু পাচারকাণ্ডের তদন্তে এবার এনআইএ’র পাশাপাশি রাজ্যে তৎপরতা শুরু করল সিবিআই।
Reported By:
বিক্রম দাস
|
Updated By: Sep 24, 2020, 12:57 PM IST
ফাইল চিত্র
নিজস্ব প্রতিবেদন: গরুপাচার মামলায় সিবিআইঃএর নজরে ১২ জন। তাঁদের মধ্যে ৫ জন কাস্টম অফিসার, ৪জন বিএসএফ। এছাড়াও ২জন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন।
গরু পাচারকাণ্ডের তদন্তে এবার এনআইএ’র পাশাপাশি রাজ্যে তৎপরতা শুরু করল সিবিআই। গরুপাচারের মামলায় এদিন রাজ্যজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে সিবিআই। কলকাতাতেও একাধিক জায়গায় তল্লাশি করেছেন তদন্তকারীরা।
দিল্লি হিংসার পিছনে কি আল কায়দা যোগে ধৃতদের হাত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা
বিধানসভা নির্বাচনের আগে গরুপাচার তদন্তকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক নেতা, সরকারি আমলাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।