গতবারের থেকে কত বেশি ভোট পাই সেটাই দেখার, ৮২ নম্বর ওয়ার্ডে জয় নিয়ে নিশ্চিত ফিরহাদ

কলকাতা পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ করা হচ্ছে। কাউন্সিলার হওয়ার জন্য এই আসন থেকেই এবার লড়াই করছেন ফিরহাদ হাকিম

Updated By: Jan 6, 2019, 11:24 AM IST
গতবারের থেকে কত বেশি ভোট পাই  সেটাই দেখার, ৮২ নম্বর ওয়ার্ডে জয় নিয়ে নিশ্চিত ফিরহাদ

নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই রাস্তায় নেমে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আজ কলকাতা পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ করা হচ্ছে। কাউন্সিলার হওয়ার জন্য এই আসন থেকেই তিনি এবার লড়াই করছেন।

আরও পড়ুন-দিলীপের 'মমতা প্রধানমন্ত্রী' মন্তব্যে বিহিত চাইতে অমিতকে নালিশ ক্ষুব্ধ কর্মীদের   

মেয়র হওয়ার জন্য কলকাতা পুরনিগমের কোনও একটি আসন থেকে জিতে কাউন্সিলার হতে হত ফিরহাদ হাকিমকে। এবং তা করতে হবে মেয়র হওয়ার ৬ মাসের মধ্যেই। তাই এই আসনেই প্রতিদ্বন্দিতা করছেন মেয়র ফিরহাদ হাকিম। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ধক্যজনিত কারণে পদত্যাগ করেন ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রণব বিশ্বাস। সেই শূন্যস্থান পূরণ করতেই ভোটে দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম।

রবিবার সকাল সাতটা থেকেই ৮২ নম্বর ওয়ার্ডের ৪২টি বুথে ভোট নেওয়া হচ্ছে। ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই ওয়ার্ড থেকেই কাউন্সিলার নির্বাচিত হয়েছেন ফিরহাদ। এরপর তিনি বিধায়ক হন। এবার ফের ৮২ নম্বর ওয়ার্ডেই তাঁকে ফিরতে হল। ফিরহাদের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি ও সিপিএম। তবে তাদের খুব বেশি গুরুত্ব দিতে নারাজ মেয়র।

আরও পড়ুন-‘উপ-প্রধানমন্ত্রী করা হোক গডকরীকে, দলের সভাপতি হোন শিবরাজ সিং’, দাবি বরিষ্ঠ বিজেপি নেতার

জয়ের ব্যাপারে নিশ্চিত ফিরহাদ। তবে ভোটে তিনি জেতেন এটাই এখন দেখতে চান মেয়র। ২৪ ঘণ্টাকে ফিরহাদ বললেন, এই লড়াই নিজের সঙ্গেই। চেতলার মানুষ সারা জীবন আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। মানুষ ভালো বেসেছে। ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে রয়েছি। মানুষের সমস্যায় পাশে থেকেছি। এখন দেখার গতবারের তুলনায় কতটা বেশি ভোটে জিততে পারি সেটাই দেখার। ফিরহাদ আরও বলেন, সবার ভোট দেওয়া প্রয়োজন। এটা তাদের অধিকার।

.