দূষণ মুক্তির আর্জি নিয়ে পুজোয় পঞ্ছভূত থিমে সাজছে বেহালা নতুনদল
দূষিত হচ্ছে পরিবেশ। দূষণের কালো অন্ধকার রেহাই দেয়নি সমাজকেও। ক্রমশ বেড়ে চলা অবক্ষয়ের হাত থেকে মুক্তির আর্জি নিয়ে হাজির বেহালা নতুন দলের পুজো। এবার তাদের থিম ফিরায়ে দাও।
প্রতিদিন বিষিয়ে যাচ্ছে পরিবেশ। বিষিয়ে যাচ্ছে আমাদের সমাজও। দ্বিমুখী এই অবক্ষয় ভাবিয়েছে বেহালার নতুন দলকে। এবার তাদের থিম ফিরায়ে দাও। ক্ষিতি, অপ, তেজ, মরুত্ ব্যোম। পঞ্চভূতকে অবলম্বন করেই এবার পুজোমণ্ডপ সাজাচ্ছে বেহালা নতুন দল। দূষণের প্রতীক হিসেবে তৈরি হচ্ছে কালো মেঘ। সঙ্গে থাকছে পাতাহীন ঝুড়ি সর্বস্ব শুকিয়ে যাওয়া একটা বটগাছ। দেবী দুর্গা এখানে রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। পরিবেশ ও সমাজকে দূষণের হাত থেকে বাঁচাতে পরিত্রাতার ভূমিকা নেবেন তিনি।
দূষণ ও অন্ধকারের রূপক হিসেবে তৈরি হচ্ছে বিশালাকৃতির এক দৈত্য। তাকে নিধনের জন্য মর্ত্যে অবতীর্ণ হবেন দেবী। দেবীর রণরঙ্গিনী মূর্তির সঙ্গে স্পেশাল এফেক্টসের মাধ্যমে তৈরি হবে আরেকটি প্রতিমা, যার মধ্যে থাকবে গ্রাম্য বধূর সারল্য। থাকবে মাতৃত্বের আশ্বাস।