উত্তর-পূর্বাঞ্চলের গ্রিড বিকল, অন্ধকারের কবলে গোটা রাজ্য

উত্তর-পূর্বাঞ্চলের গ্রিড বিকল হয়ে যাওয়ায় গোটা রাজ্যে দেখা দিয়েছে চরম বিদ্যুত বিপর্যয়। কলকাতার বিস্তীর্ণ এলাকা বিদ্যুত্‍হীন। জরুরি পরিস্থিতিতে সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুরসভাকে জরুরি ভিত্তিতে পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Jul 31, 2012, 03:53 PM IST

উত্তর-পূর্বাঞ্চলের গ্রিড বিকল হয়ে যাওয়ায় গোটা রাজ্যে দেখা দিয়েছে চরম বিদ্যুত বিপর্যয়। কলকাতার বিস্তীর্ণ এলাকা বিদ্যুত্‍হীন। জরুরি পরিস্থিতিতে সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুরসভাকে জরুরি ভিত্তিতে পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই সিইএসসি এলাকায় ৫০০ মেগাওয়াট বিদ্যুত্‍ ঘাটতি রয়েছে। ফলে উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক এলাকা বিদ্যুত্‍হীন। প্রভাব পড়েছে জরুরি পরিষেবাতেও। আলো নেই বিভিন্ন হাসপাতালে। বিদ্যুত্‍হীন নিমতলা ও বরানগরের শ্মশানও। ফলে বন্ধ রয়েছে বৈদ্যুতিক চুল্লি। এটিএম ব্যবস্থা ভেঙে পড়েছে। রাতের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছান বিদ্যুত্‍মন্ত্রী মণীশ গুপ্ত।
রেল পরিষেবা স্বাভাবিক রাখতে ইএমইউ লোকাল ট্রেনগুলি ডিজেল ইঞ্জিন দিয়ে চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে জেলায় বেশি সংখ্যক বাস চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

.