প্রয়াত সারদা মঠের সহ অধ্যক্ষা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি

প্রয়াত হলেন সারদা মঠের সহ অধ্যক্ষা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি। বয়স হয়েছিল উননব্বই বছর। গতকাল রাত আটটা চল্লিশ নাগাদ প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মাতাজি। প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি বাগবাজারের নিবেদিতা বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। ছিলেন ওই স্কুলের প্রশাসনিক প্রধানও। দু হাজার বারোতে সারদা মঠের সহ-অধ্যক্ষা হন প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি। কাশীপুর শ্মশানে মাতাজির শেষকৃত্য সম্পন্ন হবে।

Updated By: Dec 4, 2016, 01:44 PM IST
প্রয়াত সারদা মঠের সহ অধ্যক্ষা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি

ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন সারদা মঠের সহ অধ্যক্ষা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি। বয়স হয়েছিল উননব্বই বছর। গতকাল রাত আটটা চল্লিশ নাগাদ প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মাতাজি। প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি বাগবাজারের নিবেদিতা বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। ছিলেন ওই স্কুলের প্রশাসনিক প্রধানও। দু হাজার বারোতে সারদা মঠের সহ-অধ্যক্ষা হন প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি। কাশীপুর শ্মশানে মাতাজির শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন অম্বলের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলো খান

অন্যদিকে, কাটোয়া বাসস্ট্যান্ড, স্টেশন চত্বরে দুষ্কৃতী তাণ্ডব। বোমাবাজি। সকালে স্টেশন চত্বরে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। যুবকের ব্যাগের মধ্যে রাখা বোমা নজরে আসে।  বাসিন্দারা তাড়া করলে রেল কোয়ার্টারে ঢুকে বোমাবাজি শুরু করে ওই দুষ্কৃতী। সেখান থেকে তাড়া খেয়ে কাটোয়া স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ে । ট্রেনের মধ্যেই যাত্রীরা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। এরপর তাকে রেল পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন সচিনকে নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বললেন, তাতে গর্বিত হবেন আপনিও

.