জোরে মাইক বাজানোর প্রতিবাদে আক্রান্ত শিল্পী, বাসিন্দারা

মধ্যরাতে সরস্বতী পুজোর ভাসানে মাইক বাজানোর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন দমদমের গোড়াবাজারের বাসিন্দারা। ভাঙচুর চলল বাচিক শিল্পী পার্থ ঘোষ-গৌরী ঘোষের বাড়িতে।

Updated By: Jan 29, 2015, 04:29 PM IST
জোরে মাইক বাজানোর প্রতিবাদে আক্রান্ত শিল্পী, বাসিন্দারা

ওয়েব ডেস্ক: মধ্যরাতে সরস্বতী পুজোর ভাসানে মাইক বাজানোর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন দমদমের গোড়াবাজারের বাসিন্দারা। ভাঙচুর চলল বাচিক শিল্পী পার্থ ঘোষ-গৌরী ঘোষের বাড়িতে।

গত কয়েকদিন ধরেই সরস্বতী পুজো উপলক্ষ্যে পাড়ার কয়েকজন যুবক মাইক বাজিয়ে উত্যক্ত করছিল বলে অভিযোগ। গতকাল ভাসান উপলক্ষ্যে সন্ধে থেকেই শুরু হয় মাইক বাজিয়ে গানবাজনা। চলে মধ্যরাত পর্যন্ত। প্রতিবাদ করায় পার্থ ঘোষ-গৌরী ঘোষের ছেলে অয়নের ওপর মদ্যপ অবস্থায় চড়াও হয় কয়েকজন যুবক। এরপরই শুরু হয় শিল্পীর বাড়িতে ইটবৃষ্টি।

অল্পের জন্য রক্ষা পান অসুস্থ গৌরী ঘোষ। ঘোষ পরিবারের অভিযোগ, বারবার উপস্থিত পুলিসকর্মীদের জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

.