নয়া মিটার বিতর্ক, শহরের রাস্তায় নামেনি প্রায় ৩০০০ ট্যাক্সি

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রুটে অটো চালকদের একদিনের ধর্মঘট। সেইসঙ্গে নতুন মিটার বিতর্কে ট্যাক্সির আকাল। আর এর জেরে দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ। একদিকে যেমন হাওড়া স্টেশনেও ট্যাক্সি না পেয়ে সমস্যায় পড়েন দূরপাল্লার যাত্রীরা, অন্যদিকে ব্যস্ত রুটগুলিতে অটো বন্ধের পাশাপাশি ট্যাক্সির সংখ্যা কম থাকায় শহরের বিভিন্ন এলাকায় কমবেশি একই রকম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।

Updated By: Apr 2, 2012, 09:36 PM IST

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রুটে অটো চালকদের একদিনের ধর্মঘট। সেইসঙ্গে নতুন মিটার বিতর্কে ট্যাক্সির আকাল। আর এর জেরে দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ। একদিকে যেমন হাওড়া স্টেশনেও ট্যাক্সি না পেয়ে সমস্যায় পড়েন দূরপাল্লার যাত্রীরা, অন্যদিকে ব্যস্ত রুটগুলিতে অটো বন্ধের পাশাপাশি ট্যাক্সির সংখ্যা কম থাকায় শহরের বিভিন্ন এলাকায় কমবেশি একই রকম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।
এলপিজির দাম বেড়েছে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ায় সোমবার একদিনের প্রতীকী ধর্মঘটে সামিল হন পার্কসার্কাস, বড়বাজার, শিয়ালদহ, উল্টোডাঙা, লেকটাউন, বেলগাছিয়া, গিরীশপার্ক, গড়িয়া এবং গোলপার্কের মত মোট ৯টি রুটের অটোচালকরা। তাঁদের দাবি, এলপিজির দামে ছাড় দেওয়ার পাশাপাশি জরিমানা নীতি পুনর্বিবেচনা করতে হবে সরকারকে।
অন্যদিকে নতুন মিটারের জন্য কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আবেদন পত্র জমা দিতে না পারায়, সোমবার কলকাতার রাস্তায় নামেনি প্রায় ৩,০০০ ট্যাক্সি। এর মধ্যেই প্রিন্টার সহ নয়া মিটার বসানোর জন্য বাড়তি সময় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ট্যাক্সি মালিকরা। পরিবহণ দফতরের কর্মীদের একাংশের বিরুদ্ধেও ব্যবস্থার আর্জি জানাবেন তাঁরা। ফলে, একইসঙ্গে অটো ও ট্যক্সির আকাল থাকায় দিনভর চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন শহরবাসী।

.