রেড রোডে জমজমাট পুজো কার্নিভাল, দেখতে ক্লিক করুন এখানে

রেড রোডে আয়োজিত হয় পুজো কার্নিভাল। এই নিয়ে তৃতীয় বছরে পা দিল এই কার্নিভাল। এবারের কার্নিভালে বিদেশিদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। ফোর্ট উইলিয়ামের দিক থেকে একে একে প্রতিমা নিয়ে এগিয়ে চলেছে পুজো কমিটিগুলি। 

Updated By: Oct 23, 2018, 08:15 PM IST
রেড রোডে জমজমাট পুজো কার্নিভাল, দেখতে ক্লিক করুন এখানে

নিজস্ব প্রতিবেদন: রেড রোডে শুরু হল জমজমাট পুজো কার্নিভাল। এই নিয়ে তৃতীয় বছরে পা দিল এই কার্নিভাল। এবারের কার্নিভালে বিদেশিদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। ফোর্ট উইলিয়ামের দিক থেকে একে একে প্রতিমা নিয়ে এগিয়ে চলেছে পুজো কমিটিগুলি। 

বিশ্বের দরবারে বাঙালির দুর্গাপুজোকে তুলে ধরতে ২০১৬ সালে পুজো কার্নিভাল শুরু করেছিল রাজ্য সরকার। এবারের পুজো কার্নিভালে অতিথিদের মঞ্চ তৈরি হয়েছে বনেদিবাড়ির দালানের আদলে। কার্নিভালে ডাক পেয়েছে কলকাতার নামি ৭৫টি পুজো। প্রতিমা প্রদর্শনের সঙ্গে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও পেশ করে তারা। 

 

Zee ২৪ ঘণ্টার পর্দায় পুজো কার্নিভাল লাইভ দেখতে ক্লিক করুন এখানে

.