দশমী মানেই মিষ্টিমুখ, সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন

বিজয়া দশমী মানেই মিষ্টিমুখ। বিজয়া দশমী মানেই সম্প্রীতির আলিঙ্গন। বিজয়া মানেই গুরুজনদের পা ছুঁয়ে প্রনাম।

Updated By: Oct 11, 2016, 10:55 AM IST
দশমী মানেই মিষ্টিমুখ, সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন

ওয়েব ডেস্ক : বিজয়া দশমী মানেই মিষ্টিমুখ। বিজয়া দশমী মানেই সম্প্রীতির আলিঙ্গন। বিজয়া মানেই গুরুজনদের পা ছুঁয়ে প্রনাম।

আরও পড়ুন, ভালোবাসার রঙে মেতে ওঠার নামই সিঁদুরখেলা

মনের কোণে বিষাদের সুর, আজ বিজয়া দশমী

বিজয়ার প্রস্তুতি সারতে তাই সকাল থেকেই মিষ্টির দোকানে দোকানে লম্বা লাইন। রকমারি মিষ্টান্নে সেজে উঠেছে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একই ছবি। যেকোনও উত্‍সবকেই মধুরেণসমাপয়েত করতে মিষ্টির জুড়ি মেলা ভার। বাঙালির যে কোনও উত্‍সবে তাই শেষ পাতে মিষ্টির কোনও বিকল্প নেই।

আরও পড়ুন, দশমীর আনন্দও মাটি করতে পারে 'বিষাদ' বৃষ্টি

দুর্গাপুজোর শেষ রাতে বৃষ্টিকে হারিয়ে দিল মানুষই!

.