Mamata Banerjee On Student Credit Card: 'অনশন ওঠাতে গান্ধীজির হাতে ফলের রস তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ', নেতাজি ইন্ডোরে বললেন মুখ্যমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের হাতে সুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Updated By: Feb 24, 2022, 02:44 PM IST
Mamata Banerjee On Student Credit Card: 'অনশন ওঠাতে গান্ধীজির হাতে ফলের রস তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ', নেতাজি ইন্ডোরে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ছাত্র-ছাত্রীদের হাতে সুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) সুবিধা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee)। তিনি জানান, নির্বাচনের আগে সরকারের চারটে প্রতিশ্রুতি ছিল, চারটেই পূরণ হয়ে গিয়েছে। একই সঙ্গে দেশের উন্নয়নে বাংলার অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজির সঙ্গে বাংলার সম্পর্কের উদাহরণ তুলে ধরেন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনায় খুব ভাল। নাসা, UNESCO, ইউনাইটেড নেশন সব জায়গায় আমাদের ছেলে-মেয়েদের পাবেন। দেশের মধ্যে বাংলার থেকে সবচেয়ে বেশি নোবেল পেয়েছে। কারণ এটা বাংলার মাটির অবদান। যে মাটিতে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নেন। দুই বাংলার দুই কবি রবীন্দ্রনাথ ও নজরুল। 'বন্দে মাতারম'-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। 'জয় হিন্দ' স্লোগান দিয়েছিলেন নেতাজি, তিনিও বাংলার লড়াকু নেতা। গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাঁর জীবনের অনেকটা সময় কাটে এই বাংলায়। 'ফ্রিডম অ্যাট মিডনাইট'-এ সকলে যখন দিল্লিতে, তখন কলকাতার বেলেঘাটায় গান্ধীজি অনশন করছিলেন দাঙ্গা রোখবার জন্য। এমন ঘটনাও রয়েছে, একবার তাঁর অনশন ওঠানোর জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর হাতে ফলের রস তুলে দিয়েছিলেন।"

সুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে মুখ্যমন্ত্রী জানান, খুব সহজ সুদে, ১৫ বছর সময়ে ক্রেডিট কার্ড দিচ্ছে রাজ্য। এখানে গ্যারেন্টার সরকারই এবং পুরোটাই হবে অনলাইনে। তিনি বলেন, "রাজ্যজুড়ে ২০ হাজার ছেলেমেয়ের লোন অনুমোদন করা হয়েছে।  আরও প্রায় ২৫ হাজার ছেলেমেয়ে প্রভেশানাল অনুমোদন পেয়ে গিয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫৪২ কোটি টাকা অনুমোদন হয়েছে। উচ্চশিক্ষায় আরও তাড়াতাড়ি অনুমোদন হোক আমরা চাই। অনেকে পয়সার জন্য পড়াশোনা করতে পারেননি। ছেড়ে দিয়েছেন। আজ যদি তাদের কাছে সুযোগ আসে কেন করবেন না।" একই সঙ্গে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য এবং লোন দেওয়ার জন্য ব্যাংকগুলোকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: Anish Khan Murder Case: 'আমাদের বলির পাঁঠা করা হয়েছে, আমরা যায়নি, OC সব জানে', আনিসকাণ্ডে ধৃতদের চাঞ্চল্যকর দাবি

আরও পড়ুন: Weather Today: আজ থেকে বৃষ্টি বঙ্গে, চলবে টানা ৩ দিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.