তারতলার মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগিং, রাজ্য ছাড়ছে দুই ছাত্র

রাগিংয়ের জেরে রাজ্য ছাড়ছে দুই ছাত্র। গত সাতই অগাস্ট অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের মাধ্যমে তারাতলার ইউনিয়ন মেরিটাইম ইউনিভার্সিটির কলকাতা ক্যাম্পাসে ভর্তি হন লখনউয়ের বাসিন্দা আমির সোহেল ও দেরাদুনের বাসিন্দা বঞ্চিত কুণ্ডলিয়া। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই কলেজ ক্যাম্পাসের হোস্টেলে সিনিয়র ছাত্রদের রাগিংয়ের সম্মুখীন হন তাঁরা। এমনকি নানা ভাবে ওই দুই ছাত্রকে শারিরীক হেনস্থাও করা হয় বলে অভিযোগ।

Updated By: Aug 16, 2013, 11:13 AM IST

রাগিংয়ের জেরে রাজ্য ছাড়ছে দুই ছাত্র। গত সাতই অগাস্ট অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের মাধ্যমে তারাতলার ইউনিয়ন মেরিটাইম ইউনিভার্সিটির কলকাতা ক্যাম্পাসে ভর্তি হন লখনউয়ের বাসিন্দা আমির সোহেল ও দেরাদুনের বাসিন্দা বঞ্চিত কুণ্ডলিয়া। অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই কলেজ ক্যাম্পাসের হোস্টেলে সিনিয়র ছাত্রদের রাগিংয়ের সম্মুখীন হন তাঁরা। এমনকি নানা ভাবে ওই দুই ছাত্রকে শারিরীক হেনস্থাও করা হয় বলে অভিযোগ।

ঘটনার কথা ওয়ার্ডেন, ডিরেক্টর ও অ্যান্টি রাগিং কমিটিতে জানালেও কোনও লাভ হয়নি। উল্টে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে বলে অভিযোগ। এরপরই তারাতলা থানায় অভিযোগ দায়ের করে ওই দুই ছাত্রের পরিবার। ঘটনার জেরে ওই দুই ছাত্র রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন বলে তাঁদের পরিবারের তরফে জানানো হয়েছে। রাগিংয়ের ঘটনা সামনে আসার পরই উদ্বিগ্ন দুই ছাত্রের পরিবার। তাঁদের অভিযোগ, এই কলেজে প্রতিনিয়ত রাগিংয়ের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কোনও হেলদোলই নেই। ফলে সিনিয়রদের ভয়ে কার্যত সিটিয়ে থাকতে হয় জুনিয়র ছাত্রদের।

.