আজও সকাল থেকে বৃষ্টি, নাকাল শহরবাসী
আবার সেই ভোগান্তি। বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শহর কলকাতায়। বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও।
আবার সেই ভোগান্তি। বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শহর কলকাতায়। বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও।
বৃষ্টির আওয়াজ শুনে রাতে ঘুমোতে যাওয়া শহরবাসী সকালে উঠে বাইরে পা দিতে বেসামাল। জায়গায় জায়াগায় দাঁড়িয়ে জল। বেহালার বেশ কিছু অংশে তো হাঁটু জল জমায় অটো-রিক্সা চলাচল বন্ধ।
এদিকে শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে থাকায় তীব্র যানজট। বাস, ট্যাক্সি দাঁড়িয়ে দীর্ঘ জ্যামে। ট্রেনও সময় মত চলছে না। তাই বৃষ্টি নিয়ে রাজ্য এখন ভোগান্তির চরম দশায়।
শহরের কিছু জায়গায় জল জমে থাকা বাজার বসতে পারেনি। স্কুল কলেজ, অফিসের জন্য বেরোনো নিত্যযাত্রীরা বৃষ্টিতে নাকাল।
আবহাওয়া দফতর সূত্রের খবর মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে কাল, শুক্রবার অবধি চলবে। রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারী হয় মঙ্গলবার।
আগামী ৪৮ ঘন্টা শহরে ভারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সংলগ্ন অঞ্চলেও। আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরেই শুরু হয়েছে টানা বৃষ্টি।
রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন শহরের বিস্তীর্ণ অঞ্চল। জল জমেছে বেহালা,তপসিয়া, তিলজলা, পাতিপুকুর আন্ডারপাসে। ব্যাহত হচ্ছে যানচলাচল। রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা।