ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা ও হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকয়েকটি জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা ও হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকয়েকটি জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামিকাল এই তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নদীয়া, দুই চব্বিশ পরগনায় আগামী চব্বিশ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা সবথেকে বেশি। বৃষ্টির জন্য গোটা রাজ্যের পরিস্থিতি অনুকূল হওয়ায় রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হয়েছে। বইছে ঝোড়ো হাওয়াও।