মলয় দে-র কাছ থেকে মুখ্যসচিবের দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব সিনহা

অভিজ্ঞতার নিরিখে মলয় দে-র থেকে ১ বছরের নবীন রাজীব সিনহা। ১৯৮৬ সালের ব্যাচের আইএএস তিনি। এতদিন অতিরিক্ত মুখ্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। 

Updated By: Sep 30, 2019, 08:56 PM IST
মলয় দে-র কাছ থেকে মুখ্যসচিবের দায়িত্বভার গ্রহণ করলেন রাজীব সিনহা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন আইএএস রাজীব সিনহা। সোমবার নবান্নে বিদায়ী মুখ্যসচিব মলয় দে। সোমবার ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। 

২০১৭ সালের ৩০ জুন মুখ্যসচিবের দায়িত্ব নেন মলয় দে। সংবাদমাধ্যমের থেকে দূরে নিভৃতে ২ বছরেরও বেশি সময় দায়িত্ব সামলেছেন ১৯৮৫ ব্যাচের এই আইএএস। প্রচারের মতো বিতর্ক থেকে সর্বদা ছিলেন শতহস্ত দূরে। 

 

অভিজ্ঞতার নিরিখে মলয় দে-র থেকে ১ বছরের নবীন রাজীব সিনহা। ১৯৮৬ সালের ব্যাচের আইএএস তিনি। এতদিন অতিরিক্ত মুখ্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। অবশেষে রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদের ভার বর্তাল তাঁর ওপর। 

৩০ টাকার লটারি কেটে ৫০ লক্ষ টাকার পুরস্কার জিতলেন গুসকরার রিকসাচালক

সোমবার কর্মজীবনের শেষ দিনটিতে কর্মীদের শুভেচ্ছায় ভাসেন বিদায়ী মুখ্যসচিব মলয় দে। বিকেলে তাঁর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন রাজীব সিনহা। আগামিকাল থেকে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা তিনিই। 

Tags:
.