Rajiva Sinha: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা
প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ ইতিমধ্য়েই শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়েছে ২৯ মে।
সুতপা সেন: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। রাজীব সিনহার নামে শিলমোহর দিল রাজভবন। রাজীব সিনহা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব।
গত মাসেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে ফাইল পাঠানো হয় রাজভবনে। কিন্তু তারপরের তরফে রাজীব সিনহার নাম নিয়ে প্রশ্ন তোলা হয়। একইসঙ্গে আরও নাম পাঠাতে বলা হয়। পরবর্তী সময়ে রাজ্যের তরফে অজিত বর্ধনের নামও পাঠানো হয়। তবে শেষপর্যন্ত রাজীব সিনহার নামেই সম্মতি দেন রাজ্য়পাল। ফাইলে সই করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নবান্নে পাঠিয়েও দেওয়া হয়েছে সেই ফাইল।
প্রসঙ্গত, প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ ইতিমধ্য়েই শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়েছে ২৯ মে। তার আগেই যদিও নাম ঘোষণার কথা ছিল, কিন্তু রাজ্যপাল মান্যতা না দেওয়ায় সেই নাম ঘোষণা করা যায়নি। রাজভবনের সম্মতি মিলতেই অবশেষে নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা।
রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে আজই দায়িত্ব নিলেন রাজীব সিনহা। দায়িত্ব নিয়ে তিনি বলেন, আমার কাছে এটা একটা দায়িত্ব। নিয়ম মেনে করতে হবে। কোনও চ্যালেঞ্জ নয়। নিয়ম অনুযায়ী কাজ করব। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে।