এসএসকেএমে রোগীকে খুবলে খেল ইঁদুর

রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে রোগীকে খুবলে খেল ইঁদুর। ইঁদুরের কামড়ের পর অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রীরামপুরের অরুণ সাধুখাঁ।

Updated By: Dec 23, 2011, 10:33 PM IST

রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে রোগীকে খুবলে খেল ইঁদুর। ইঁদুরের কামড়ের পর অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রীরামপুরের অরুণ সাধুখাঁ। বাড়ির লোকের অভিযোগ, আজ সকালে তাঁরা দেখেন ইঁদুরের কামড়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। অভিযোগ, বিষয়টি জানানো হলেও গুরুত্ব দেননি হাসপাতাল সুপার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এগারোই ডিসেম্বর এসএসকেএমে ভর্তি হন তিপ্পান্ন বছরের অরুণ সাধুখাঁ। বৃহস্পতিবার রাতে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালের নিউ এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। বাড়ির লোকের অভিযোগ, শুক্রবার সকালে গিয়ে তাঁরা দেখেন ইঁদুরের কামড়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অরুণবাবু। অভিযোগ, বিষয়টি জানানো হলেও গুরুত্ব দেননি হাসপাতাল সুপার। বলা সত্ত্বেও ড্রেসিং করে দেননি কর্তব্যরত নার্স। অরুণবাবুর পরিবারের তরফে বলা হয়েছে, হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে পঞ্চাশ টাকা দিয়ে তাঁরা ড্রেসিং করান। যদিও, রক্তক্ষরণ বন্ধ হয়নি। তাঁদের অভিযোগ, ইঁদুরের কামড়ের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই এদিন বিকেলে রোগীর মৃত্যু হয়েছে। 

এর আগে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে পিঁপড়ে খুবলেছে রোগীর চোখে। মেডিক্যাল কলেজে রোগীর আঙুল খেয়ে গেছে ইঁদুর। এসএসকেএমেও একাধিকবার অসুস্থ ব্যক্তিকে ইঁদুরে কামড়ানোর অভিযোগ উঠেছে। রাজ্যের সরকারি হাসপাতালের হাল যে কী অবস্থায় রয়েছে, এই ঘটনায় তা আরও একবার সামনে এল। 

.