Dengue: শীতেও বাড়ছে ডেঙ্গি! রাজ্যে রেকর্ড সংক্রমণ..

রাজ্যে প্রতিবারই বর্ষার সময়ে ডেঙ্গির প্রার্দুভাব ঘটে। ব্যতিক্রম হয়নি এবারও। এরপর পুজোর মুখে ফের ভয়াবহ আকার নেয় সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যাও।  

Updated By: Dec 5, 2023, 05:08 PM IST
Dengue: শীতেও বাড়ছে ডেঙ্গি! রাজ্যে রেকর্ড সংক্রমণ..

মৈত্রেয়ী ভট্টাচার্য: রাজ্যে রেকর্ড ডেঙ্গি সংক্রমণ। আক্রান্ত কত? মাত্র ৪৯ সপ্তাহেই এক লক্ষের গণ্ডি পার! শুধু তাই নয়, এবছর ডিসেম্বরেও কমেনি সংক্রমণ। স্বাস্থ্য দফতর সূত্রে তেমনই খবর। 

আরও পড়ুন:  Safest City Kolkata | NCRB Report: 'সিটি অফ জয়ে'র মুকুটে নতুন পালক! দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতাই...

মশাবাহিত রোগ। এ রাজ্যে প্রতিবারই বর্ষার সময়ে ডেঙ্গির প্রার্দুভাব ঘটে। ব্যতিক্রম হয়নি এবারও। বস্তুত, আক্রান্তের সংখ্য়া এতটাই বেড়ে গিয়েছিল যে,  ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু, হাসপাতালে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা ও রোগীদের ঠিকানা নথিভুক্ত করা-সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দফতর। এরপর পুজোর মুখে ফের ভয়াবহ আকার নেয় সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যাও।

বছর শেষ হতে চলল। এখন কী পরিস্থিতি? স্বাস্থ্যভবন সূত্রে খবর, ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ লক্ষেরও বেশি মানুষ। যা আগে কখনও হয়নি। গত বছর ২০২২ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ২৭১।  ২০২১-এ ৮ হাজার ২৬৪, আর ২০২০-তে মাত্র ৫ হাজার ১৬৩ জন। 

আরও পড়ুন:  Malbazar: এবার বাছুর মেরে খেল চিতাবাঘ! ভয়ে বাড়ি থেকেই বেরোচ্ছেন না এলাকাবাসী...

চিকিৎসক সুমন পোদ্দার বলেন, 'ডেঙ্গি এমন অসুখ, আমরা প্রচণ্ড ভয় পাই। কখন যে কোনদিকে যাবে, অনেক সময়ই সেটা বুঝতে অসুবিধা হয়। ১ লক্ষের উপর সংক্রমণ হলে একটু তো চিন্তার বটেই'। তিনি জানান, 'সাধারণত ৩-৪ বছর বাদে বাদে একটু উঠা-নামা হয়। যদি একটু সচেতন থাকি, তাহলে আটকে দেওয়া যায়।  ১ লক্ষ কেন, ১০ হাজার ডেঙ্গুই বা হবে কেন? যেটা আটকানো যেত, সেখানে ১ লক্ষেও উপর সংক্রমণ'!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

.