Exclusive: রাজ্যে এমপি, এমএলএ কোর্টগুলির বেহাল দশা! হাইকোর্টে কী রিপোর্ট দিলেন রেজিস্ট্রার?

সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুনানি হয় এমপি, এমএলএ আদালতে।

Updated By: May 24, 2023, 06:40 PM IST
Exclusive: রাজ্যে এমপি, এমএলএ কোর্টগুলির বেহাল দশা! হাইকোর্টে কী রিপোর্ট দিলেন রেজিস্ট্রার?

অর্ণবাংশু নিয়োগী: নেই পরিকাঠামো, এমনকী পুলিসি নিরাপত্তাও! রাজ্যে এমপি, এমএলএ আদালতগুলির বেহাল দশা। কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিলেন স্বয়ং রেজিস্ট্রার। 

জনগণ নন, তাঁরা জনগণের প্রতিনিধি। নিম্ন আদালত তো নয়ই, ফৌজদারি মামলায় অভিযুক্ত যদি সাংসদ বা বিধায়ক হন, সেক্ষেত্রে হাইকোর্টেও মামলাটির শুনানি হয় না। কেন? মামলা দায়ের করতে হয় এমপি, এমএলএ আদালতে। উত্তর থেকে দক্ষিণ। রাজ্যের প্রত্যেক জেলাতেই রয়েছে এই  এমপি, এমএলএ আদালতে। 

আরও পড়ুন: Sourav Ganguly: দাদার বিজেপি-যোগ! তৃণমূলের খোঁচায় বিদ্ধ মহারাজ, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

এমপি, এমএলএ আদালতের বেহাল দশা
--------------------
কাজ করার মত অবস্থায়  নেই কোনও অফিসিয়াল ল্যাপটপ। 

দার্জিলিং, হুগলি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনা MP/MLA' দের কোর্টে কোনও  ইন্টারনেট পরিষেবা নেই।

দার্জিলিং, হুগলি, মালদা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুরে MPs/MLAs কোর্টে মোবাইল ডেটা ব্যবহার করা হয়। 

দার্জিলিং, হুগলি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনার MPs/MLAs কোর্টে  কাজ করার জন্য পরিকাঠামো নেই। 

দার্জিলিং, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনার MPs/ MLAs কোর্ট রুম যথোপযুক্ত নয়।

হুগলি, হাওড়া, মালদহ, পশ্চিম বর্ধমান এবং ময়ূখ ভবনের স্পেশাল কোর্টের কাজের জন্য নেই জেনারেটর পরিষেবা। 

 হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর কোর্টে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নেই।

সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুনানি হয় এমপি, এমএলএ আদালতে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.