ডাক্তারের মদতে কতদূর ছড়িয়েছে দালাল চক্র, ২৪ ঘণ্টার অন্তর্তদন্ত
ডাক্তারের মদতে সরকারি হাসপাতালে দালাল চক্রের জাল কতদূর ছড়িয়েছে তার খোঁজে আমরা পৌছে গিয়েছিলাম চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসে। RG করের স্নায়ুরোগ বিভাগের বিভাগীয় প্রধান সুদীপ্ত চ্যাটার্জির চাপেই যে রোগীর পরিবারের মোটা টাকা খসছে, তা বোঝা গেল।
ব্যুরো: ডাক্তারের মদতে সরকারি হাসপাতালে দালাল চক্রের জাল কতদূর ছড়িয়েছে তার খোঁজে আমরা পৌছে গিয়েছিলাম চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসে। RG করের স্নায়ুরোগ বিভাগের বিভাগীয় প্রধান সুদীপ্ত চ্যাটার্জির চাপেই যে রোগীর পরিবারের মোটা টাকা খসছে, তা বোঝা গেল।
অষ্টমী বিশ্বাসের অপারেশনের জন্য যেসব সরঞ্জাম দরকার, এক্সেল কার্ডিয়াক ডিভাইসেস প্রাইভেট লিমিটেড ছাড়াও বাজারে তা বেচার লোক অনেক। তা হলে শুধুমাত্র এই সংস্থার ওপরই কেন আস্থা ডাক্তারবাবুর?
রাজ্যের বিভিন্ন হাসপাতালে এ ভাবেই চলছে দালাল চক্র। ডাক্তাররা জড়িত থাকায় সর্বস্বান্ত হওয়া ছাড়া কোনও পথ খোলা থাকছে না রোগী ও তাঁর পরিবারের। সরকারি হাসপাতালে এই ঘুঘুর বাসা ভাঙতে কবে টনক নড়বে স্বাস্থ্য দফতরের?