বিধানসভা ভোটের আগে Subrata বিজেপিতে যোগ দিতে যাচ্ছিলেন, সময়জ্ঞান হারালেন Roopa!

রূপার একের পর এক মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

Updated By: Nov 5, 2021, 05:41 PM IST
বিধানসভা ভোটের আগে Subrata বিজেপিতে যোগ দিতে যাচ্ছিলেন, সময়জ্ঞান হারালেন Roopa!

নিজস্ব প্রতিবেদন: সময়জ্ঞান হারালেন রূপা গঙ্গোপাধ্যায়! সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের ২৪ ঘণ্টা কাটার আগে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেত্রী। ওই পোস্টে তিনি লিখেছেন. ''ধ্যাৎ, সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা হয়ে গেল। সরি বস!''   

শুধু এখানেই থামেননি রূপা। বরং ওই পোস্টেই তাঁর একের পর এক মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী লিখেছেন,''তিস্তাকে নিয়েছ বস্। কিছু তো ফেরত নেবে মা কালী।'' সদ্য দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তার কথাই তিনি বলেছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু তিস্তার মৃত্যুর সঙ্গে সুব্রতর কি যোগ তা স্পষ্ট করেননি রূপা। 

একডালিয়া এভারগ্রিনের পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন রূপা। সেই প্রসঙ্গেই আর একটি জায়গায় রূপা লিখেছেন,''পুজো জাঁকজমক করা আর টাকা তোলা ছাড়া যার কোনও কন্ট্রিবিউশন ছিল না। তার জন্য আমার কোনও সম্মান নেই। সরি বস।''  

আগাগোড়া অ-বাম রাজনীতি করেছেন সুব্রত। কংগ্রেস ছেড়ে তৃণমূল, তার পর কংগ্রেস ঘুরে মমতার দলে ফিরেছিলেন। সেই দলবদলের ইতিহাস মনে করিয়ে রূপার মন্তব্য, সুবিধাবাদী। রাজনৈতিক অবস্থান বদলেছেন। এরা বঙ্গে অনেক ক্ষতি হওয়ার করাণ।

রূপার বিস্ফোরক দাবি,''২০২১ সালের ভোটের আগে বিজেপিতে যোগদান করার কথা ছিল তাঁর। কিন্তু ডিল পছন্দ হয়নি ওঁর। এসব কথা আমি বলি না। নীরবই থাকি।''   

রূপার এহেন মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই। কেউ লিখেছেন,''একজনের মৃত্যুর পরেও যেভাবে আপনি সামাজিক মাধ্যমে নোংরামো করছেন, তাতে আপনার শিক্ষা বিষয়ে আমি সন্দিহান ।'' কারও মন্তব্য,''অসুস্থ মন-মানসিকতার পরিচয়, আপনার মানবিক শিক্ষার প্রয়োজন।''

আরও পড়ুন- কলকাতা ও হাওড়ায় পুরভোটের সম্ভাবনা ১৯ ডিসেম্বর, রাজ্যের প্রস্তাবে সায় কমিশনের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.