ইডি দফতরে হাজিরা রোজভ্যালি কর্তার, নজরে এবার রোজভ্যালি গ্রুপ
চিটফান্ডকাণ্ডের তদন্তে এবার ইডির নজরে রোজভ্যালি গ্রুপ। আজ ইডির দফতরে হাজির হন রোজ ভ্যালি গ্রুপের চেয়ারম্যান গৌতম কুন্ডু । খুব অল্প সময় সেখানে ছিলেন। তিনি নিজেই ইডি দফতরে এসেছিলেন বলে দাবি করেছেন রোজ ভ্যালি গ্রুপের কর্ণধার।
ওয়েব ডেস্ক: চিটফান্ডকাণ্ডের তদন্তে এবার ইডির নজরে রোজভ্যালি গ্রুপ। আজ ইডির দফতরে হাজির হন রোজ ভ্যালি গ্রুপের চেয়ারম্যান গৌতম কুন্ডু । খুব অল্প সময় সেখানে ছিলেন। তিনি নিজেই ইডি দফতরে এসেছিলেন বলে দাবি করেছেন রোজ ভ্যালি গ্রুপের কর্ণধার।
যদিও ইডি সূত্রের খবর, তাঁকে তলব করা হয়েছিল। এর আগে দুবার ডেকে পাঠানো সত্ত্বেও হাজির হননি রোজভ্যালি কর্তা। তাই আজ তাঁকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গেছে। রোজ ভ্যালি গ্রুপের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই সিল করে দিয়েছে ইডি।
এদিকে, সিবিআই-সিআইডি যে তদন্তই হোক, তৃণমূলের কোনও ক্ষতি হবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। সারদাকাণ্ডে সিবিআই জেরা শেষে বেরিয়ে গতকাল এই মন্তব্য করেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে প্রায় ঘণ্টা দেড়েক জেরা করা হয়েছিল তাঁকে। কী কী বিষয়ে জিজ্ঞাসাবাদ হল তা নিয়ে অবশ্য কোনওকিছু বলতে অস্বীকার করে ছিলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, 160-সিআরপিসি ধারায় সাক্ষী হিসেবে সিবিআই তাঁকে নোটিস পাঠিয়েছিল।
অন্যদিকে, মিডল্যান্ড পার্কে সারদার অফিস বাজেয়াপ্ত করল ইডি। মিডল্যান্ড পার্কের একতলায় ১৫০ স্কোয়্যার ফুটের অফিস কিনেছিল সারদাগোষ্ঠী। বহুতলের বাকি তলাগুলি ভাড়ায় নেয় সারদা। একতলার অফিসটিই আজ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনিয়ে এখনও পর্যন্ত সারদার প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি গোয়েন্দারা।