বন্ধ হয়ে গেল ঐতিহ্যশালী রূপায়ন কালার ল্যাবরেটরি

Updated By: Nov 19, 2014, 11:50 PM IST
বন্ধ হয়ে গেল ঐতিহ্যশালী রূপায়ন কালার ল্যাবরেটরি

লোকসানের কারণে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল ঐতিহ্যবাহী রূপায়ণ কালার ল্যাবরেটরি। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে। এই প্রতিষ্ঠানে কর্মরত পঞ্চাশজন কর্মী স্বেচ্ছাবসর নেবেন বলে জানা গিয়েছে। চুক্তির ভিত্তিতে কর্মরত কর্মীদের মেয়াদ শেষ হলে তা পুনর্নবীকরণ করবে না সরকার।

ভারতের প্রথম এই কালার ল্যাবরেটরিটি ১৯৮৬ সালে উদ্বোধন করেন সত্যজিত্‍ রায়। মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তের মতো প্রখ্যাত সিনেমা নির্মাতারা এখানে তাঁদের সিনেমা তৈরি করেছেন। বহু পুরনো হিন্দি, বাংলা সিনেমা এই ল্যাবরেটরিতে নতুন করে রঙিন করা হয়েছে। মুম্বইয়ের বিখ্যাত সিনেমা মুঘল-ই-আজম সাদা-কালো থেকে রঙিন হয়ে উঠেছে এই ল্যাবরেটরিতেই। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য রূপায়ণকে ডিজিটাল করার চেষ্টা করেন। শেষের দিকে প্রায় কুড়ি কোটি টাকা লোকসানে চলছিল এই সংস্থা।

.