টাকা বাতিল নিয়ে এবার এটাও ঘটল কলকাতায়!

উত্তর প্রদেশ, বিহারের পর এবার খোদ কলকাতা শহরেই ঘটল এই ঘটনা। দক্ষিণ কলকাতার গলফ গার্ডেনের কাছে একটি জঞ্জাল থেকে মিলল ছেঁড়া নোটের টুকরো। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে ওই টাকার টুকরো জোগার করে নিয়ে যায়। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

Updated By: Nov 13, 2016, 12:27 PM IST
টাকা বাতিল নিয়ে এবার এটাও ঘটল কলকাতায়!

ওয়েব ডেস্ক : উত্তর প্রদেশ, বিহারের পর এবার খোদ কলকাতা শহরেই ঘটল এই ঘটনা। দক্ষিণ কলকাতার গলফ গার্ডেনের কাছে একটি জঞ্জাল থেকে মিলল ছেঁড়া নোটের টুকরো। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে ওই টাকার টুকরো জোগার করে নিয়ে যায়। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- বেআইনি পথে ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে গিয়ে বর্ধমানে ধৃত ১

খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় সবই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। দু'বস্তা ছেঁড়া নোটের টুকরো আজ সকালে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় করেন বাসিন্দারা। শুরু হয় যায় গোটা নোট খোঁজার হুড়োহুড়ি। এরপরই সেখানে আসে পুলিস। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। 

.