রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ছে

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ছে। বেতনবৃদ্ধি সংক্রান্ত বিল পাস হল বিধানসভায়। এতদিন বিধায়কদের বেতন ছিল মাসে ১৬ হাজার ৮৭০ টাকা সেই বেতন বেড়ে হচ্ছে ২১ হাজার ৮৭০ টাকা। এতদিন রাজ্যের মন্ত্রীদের মাসিক বেতন ছিল ৩৬ হাজার ৮০০ টাকা এবার তা বেড়ে হচ্ছে ৮১ হাজার ৩০০ টাকা।

Updated By: Mar 10, 2017, 07:56 PM IST
রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ছে
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ছে। বেতনবৃদ্ধি সংক্রান্ত বিল পাস হল বিধানসভায়। এতদিন বিধায়কদের বেতন ছিল মাসে ১৬ হাজার ৮৭০ টাকা সেই বেতন বেড়ে হচ্ছে ২১ হাজার ৮৭০ টাকা। এতদিন রাজ্যের মন্ত্রীদের মাসিক বেতন ছিল ৩৬ হাজার ৮০০ টাকা এবার তা বেড়ে হচ্ছে ৮১ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন- প্রাইমারি টেটে দুর্নীতির অভিযোগে অবরোধ করে গ্রেফতার হয়ে মুচলেকা দিয়ে জামিন নিলেন না SFI-DYFI-এর বিক্ষোভকারীরা

মন্ত্রীদের দৈনিক ভাতা বেড়ে ১ হাজার টাকা থেকে হচ্ছে ২ হাজার টাকা। বাড়ছে মুখ্যমন্ত্রীর বেতনও। এতদিন মুখ্যমন্ত্রীর বেতন ছিল প্রায় ৪১ হাজার টাকা এবার তা বেড়ে হচ্ছে ৮৬ হাজার ৩০১ টাকা। তবে মুখ্যমন্ত্রী নিজে কোনও বেতন নেন না। ফলে তাঁর বেতন বাড়লেও এই খাতে বাড়ছে না কোনও সরকারি খরচ।

.