নিশ্চিত আশ্রয় থেকে ফের নিরুদ্দেশ সেই বৃদ্ধ

নিশ্চিত আশ্রয় থেকে ফের নিরুদ্দেশ হয়ে গেলেন বৃদ্ধের। অনেক চেষ্টার পরেও খোঁজে মিলছে না সল্টলেকের সেই বৃদ্ধের। কয়েক দিন আগে আশ্রয় দেন এক দম্পতি। দম্পতির শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন তিনি। আজ সকাল থেকে তিনি ফের নিরুদ্দেশ।

Updated By: Nov 21, 2014, 12:36 PM IST
নিশ্চিত আশ্রয় থেকে ফের নিরুদ্দেশ সেই বৃদ্ধ

ওয়েব ডেস্ক: মনে পড়ছে না নাম ঠিকানা, আত্মীয়ের নাম। ঘুরতে ঘুরতে হঠাত্‍ই আশ্রয় জুটে যায় সল্টলেকের একটি বাড়িতে। শহরের পথে এলোমেলো জীবনযাত্রা শেষ হয় সহৃদয় দম্পতির সৌজন্যে। দম্পতির শুশ্রূষায় ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু সেই আশ্রয় থেকেও আজ সকালে নিরুদ্দেশ হলেন অশীতিপর বৃদ্ধ।

গতকাল রাতেও একবার বাড়ি থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু গভীর রাতে ফিরে আসেন তিনি। কিন্তু আজ সকালে সকলের নজর এড়িয়ে নিরুদ্দেশ হওয়ার পর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। 

Tags:
.