সল্টলেকে পুরসভার জল থেকে ব্যাঙাচি
পুরসভার জলের ট্যাঙ্ক থেকে বেরোল ব্যাঙাচি। গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল বিধাননগরের চার নম্বর ওয়ার্ডে। সল্টলেকের বিএইচ ব্লকের সাত নম্বর ট্যাঙ্ক থেকে জল পৌছয় বহু বাড়িতে। আজ সকালে একশো সাতানব্বই নম্বর বাড়ির বাসিন্দা কল থেকে জল নেওয়ার সময় দেখতে পান, জলের সঙ্গে ব্যাঙাচি বেরোচ্ছে।
কলকাতা: পুরসভার জলের ট্যাঙ্ক থেকে বেরোল ব্যাঙাচি। গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল বিধাননগরের চার নম্বর ওয়ার্ডে। সল্টলেকের বিএইচ ব্লকের সাত নম্বর ট্যাঙ্ক থেকে জল পৌছয় বহু বাড়িতে। আজ সকালে একশো সাতানব্বই নম্বর বাড়ির বাসিন্দা কল থেকে জল নেওয়ার সময় দেখতে পান, জলের সঙ্গে ব্যাঙাচি বেরোচ্ছে।
সেই জল পাত্রে ধরে রাখেন তিনি। চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মণ্ডলকে বিষয়টি জানান। এলাকাবাসীর অভিযোগ, পুরসভা নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করে না। অনিতা মণ্ডল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পুরসভার পক্ষ থেকে মাঝে মাঝেই ট্যাঙ্ক পরিষ্কার করা হয় বলে জানিয়েছেন তিনি।