Samaresh Majumdar Passed Away: কলমের উত্তরাধিকার রেখে কালবেলায় বিদায় কালপুরুষের...
Samaresh Majumdar Passed Away: প্রয়াত সমরেশ মজুমদার। অ্যাপোলো গ্লেনেগেলসে ভর্তি ছিলেন গত ২৫ এপ্রিল থেকে। আজ, সোমবার বিকেল মৃত্যু এই গদ্যকারের। মূলত ঔপন্যাসিক সমরেশের জন্ম ১৯৪৪ সালে ১০ মার্চ। শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগানে।
মফসসল, এর মানুষজন, মফসসলের প্রকৃতি-- তার পাহাড়-নদী-জনপদ, যেন জলপাইগুড়ির আশেপাশের তিস্তা-তোর্সা-করলা, সরাসরি উঠে আসে সমরেশের কলমে। ক্রমশ তাঁর কলম ছড়িয়ে পড়ে জলদাপাড়া, মাদারিহাট, বীরপাড়া, মালবাজার, রাজাভাতখাওয়া, হলং, গরুমারা, ডুয়ার্সের বিস্তীর্ণ পাহাড়-জঙ্গলে, চা-বাগানে। শহরের কেন্দ্র থেকে দূরে, একটু আড়ালে সেখানেই কি গিয়ে মিলে যায় অনিমেষ-অর্জুনের পথ? আদতে যা বালক সমরেশের উপবন ছিল, তাই কি বারবার নানা রূপে উঁকি দিয়ে যায় তাঁর বিস্তৃত আখ্যানে?