'Babul বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছেন', বলল BJP; সাংসদ পদ ধরে রাখা নিয়ে খোঁচা

কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়াতেই বাবুল বিজেপি ছাড়লেন বলেও বুঝিয়ে দিয়েছেন শমীক (Samik Bhattacharya)।

Updated By: Sep 18, 2021, 07:39 PM IST
'Babul বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছেন', বলল BJP; সাংসদ পদ ধরে রাখা নিয়ে খোঁচা

নিজস্ব প্রতিবেদন: আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাবুল (Babul Supriyo)। যে দল তাঁর উপরে আস্থা রেখেছিল তার সঙ্গেও প্রতারণা করেছেন। বাবুলের দলত্যাগে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।        

এ দিন শমীক (Samik Bhattacharya) বলেন,'মানুষের সেবা করার জন্য সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না বলেছিলেন। নাটকীয়ভাবে সন্তর্পণে তৃণমূলে যোগ দিলেন। আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল আস্থা রেখেছিল। দলের সঙ্গেও প্রতারণা করেছেন। এটা সরিয়ে রাখলেও নিজের ভাবমূর্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করলেন।'

কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়াতেই বাবুল বিজেপি ছাড়লেন বলে মনে করেন শমীক (Samik Bhattacharya)। তাঁর কথায়, 'সাংসদ, বিধায়ক বা মন্ত্রী হয়েই মানুষের কাজ করতে হবে এটা কোনও সুস্থ, স্বাভাবিক রাজনীতির লক্ষণ হতে পারে না। সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিলে ভালো হত।'         

আসানসোল সাংসদ তৃণমূলে গেলে দলে কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেন বিজেপির মুখপাত্র। তাঁর বক্তব্য,'১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে গড়া দল বহু উত্থান-পতনের সাক্ষী। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ২৪২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২টিতে জিতেছিল বিজেপি। সেখান থেকে এই জায়গায় এসেছে দল। আসানসোলের ভোটে বিজেপি প্রার্থীই জিতবেন।'        

আরও পড়ুন- দায়িত্বশীল বাঙালি হিসেবে দিদি ও অভিষেকের সুযোগ গ্রহণ, Zee ২৪ ঘণ্টাকে বললেন Babul

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.