শুরু হয়ে গেল সঙ্গীত মেলা ২০১২
সঙ্গীত মেলা ২০১২-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে গানমেলায় সঙ্গীতশিল্পী ছাড়াও উপস্থিত রয়েছেন বহু বিশিষ্টজন। গানমেলার উদ্বোধনের দিন এবছরই প্রথম সঙ্গীত সম্মান এবং মহাসঙ্গীত সম্মান দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে।
সঙ্গীত মেলা ২০১২-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে গানমেলায় সঙ্গীতশিল্পী ছাড়াও উপস্থিত রয়েছেন বহু বিশিষ্টজন। গানমেলার উদ্বোধনের দিন এবছরই প্রথম সঙ্গীত সম্মান এবং মহাসঙ্গীত সম্মান দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। সঙ্গীত সম্মান পাচ্ছেন উস্তাদ রশিদ খান, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা।
মহাসঙ্গীত সম্মান পাচ্ছেন ফিরোজা বেগম, গিরিজাদেবী, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। বৃহস্পতিবার উদ্বোধন হওয়ার পর ১৩ এপ্রিল রাতভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবীন্দ্রসদনে। ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, দেশপ্রিয় পার্ক প্রভৃতি জায়গায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।