গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের
কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞায় সোমবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত ২০ এপ্রিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত একটি মামলার শুনানির সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মন্দির কমিটি।
কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞায় সোমবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত ২০ এপ্রিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত একটি মামলার শুনানির সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মন্দির কমিটি।
সোমবার রাজ্য সরকারের তরফেও সুপ্রিম কোর্টে বলা হয়, এই নিষেধাজ্ঞার ফলে আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিচ্ছে। গত ২০ এপ্রিল প্রধান বিচারপতি জে এন প্যাটেল এবং বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীকে নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, শুধুমাত্র দুজন পূজারি কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন।