অবরোধ উঠল, শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে শুরু হল ট্রেন চলাচল

শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে স্বাভাবিক হল ট্রেন চলাচল। 

Updated By: Nov 11, 2017, 11:04 PM IST
অবরোধ উঠল, শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে শুরু হল ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদন: দুর্গানগর স্টেশনে রেল অবরোধ উঠল। ফলে শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে স্বাভাবিক হল ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলে  আরপিএফ ও দমদম থানার পুলিস।  

যাত্রী মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয় দুর্গানগর স্টেশন। ট্রেনের ধাক্কায়  ১ যাত্রীর মৃত্যুর পর পর ক্ষোভ ফেটে পড়েন সহযাত্রীরা। শুরু হয় অবরোধ। অবরোধের জেরে শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।     

জানা গিয়েছে, দুর্গানগর স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যাত্রীর। আহত হন আরও দু'জন। ঘটনার পরই বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। স্টেশনে ঙচুরও চালানো হয় বলে অভিযোগ। এরপরই শুরু হয় অবরোধ। তার জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধের জেরে বিপাকে পড়েন দূরের যাত্রীরা। 

আরও পড়ুন, গার্ডেনরিচে একই পরিবারের ১৬ জনই ডেঙ্গি আক্রান্ত

.