KMC Election: টাকা নিয়ে করা হচ্ছে প্রার্থী! মারাত্মক অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে

এনিয়ে প্রদেশ কংগ্রেসে অভিযোগ করেছেন ইমরান

Updated By: Nov 29, 2021, 02:46 PM IST
KMC Election: টাকা নিয়ে করা হচ্ছে প্রার্থী! মারাত্মক অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: দু'দফায় পুরভোটের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তার মধ্যেই মারাত্মক অভিযোগ প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে।

কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে জায়েদ খানকে। ওই ওয়ার্ডেরই কংগ্রেস নেতা ইমরান খানের অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন জায়েদ। সেই টাকা নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অথচ সোমেন মিত্র থাকাকালীন অধীর নিজেই ইমরানের নাম প্রস্তাব করেছিলেন।

এনিয়ে প্রদেশ কংগ্রেসে অভিযোগ করেছেন ইমরান। নেতৃত্বের কাছে তিনি জানতে চেয়েছেন, দীর্ঘদিন তিনি এলাকার গুরুত্বপূর্ণ কংগ্রেস কর্মী হলেও কীভাবে টিকিট পেলেন জায়েদ খান।

আরও পড়ুন- Parliament Winter Session: হট্টগোলের মাঝে ধ্বনিভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল, মুলতুবি সংসদ

উল্লেখ্য, প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে নাজেহাল কংগ্রেস। রবিবার প্রকাশিত হয়েছে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা। এনিয়ে একদফা ধুন্ধমার হয় প্রদেশ কংগ্রেস ভবনে। দক্ষিণ ২৪ পরগনার প্রার্থী তালিকায় প্রদেশ নেতাদের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.