AJC Bose উড়ালপুলে দুর্ঘটনা, অতি আশঙ্কাজনক ১, আহত ২৮

AJC Bose উড়ালপুলে ম্যাটাডোর উল্টে দুর্ঘটনা। 

Updated By: Dec 23, 2020, 11:56 PM IST
AJC Bose উড়ালপুলে দুর্ঘটনা, অতি আশঙ্কাজনক ১, আহত ২৮
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: AJC Bose উড়ালপুলে দুর্ঘটনা, গাড়ি উল্টে গুরুতর আহত বেশ কয়েকজন। আহতদের Calcutta National Medical College & Hospitalএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধর্মতলামুখী ব়্যামটি সচল করা সম্ভব হলেও বাকি দিকগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। একজনের পরিস্থিতি অতি আশঙ্কাজনক। নাম রঞ্জিত রায়। আহত আরও ২৮ জন।

আরও পড়ুন: 'তোকে আমি মারতে চাইনি, বাধ্য হলাম' Newtown হোটেল থেকে উদ্ধার চিরকুটে বাড়ছে রহস্য
 

পুলিস সূত্রে খবর, গাড়িটি কোনও অনুষ্ঠানবাড়ি থেকে ফিরছিল। সম্ভবত কোনও শ্রাদ্ধানুষ্ঠানের কাজে গঙ্গায় যাচ্ছিল গাড়িটি, তখনই বাংলাদেশ হাইকমিশনের সামনে ম্য়াটাডোরটি পাল্টি খায়। গাড়িটিতে ২৯ জন যাত্রী ছিলেন।  তাঁদের মধ্যে ১৪ জন মহিলা। প্রত্যেককেই কম-বেশি আহত। ১২ বছরের এক কিশোর-সহ সাতজন চিকিৎসাধীন। একজনের পরিচয় জানা যায়নি এখনও। অতি আশঙ্কাজনক অবস্থা রঞ্জিত রায়ের। তাঁর বয়স ৪২।   

Traffic update :- Due to a side turned vehicle on AJC Bose Flyover near Bangladesh High Commission, traffic is suspended on AJC Bose Flyover towards 7 Point from Victoria South Gate.

Posted by Kolkata Traffic Police on Wednesday, 23 December 2020

ক্রেন দিয়ে গাড়ি সরানোর চেষ্টা করা হচ্ছে। পুলিস বলছে, উনিশ-বিশ হলেও আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত, ব্রিজ থেকে গাড়ি নিচেও পড়ে যেতে পারত। ফলে প্রাণহানিরও আশঙ্কা ছিল। যদিও পুলিস সূত্রে খবর, বরাত জোরে আশেপাশের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শেষ পর্যন্ত পাওয়া খবর, সায়েন্সসিটি, রুবি বা ওই দিকে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও খানিকটা সময় লাগবে বলেই জানা যাচ্ছে।

.