বিধানসভা ভোটের দামামা বাজিয়ে মমতার একলা চলার বার্তা, বিরোধীদের হ য ব র ল বলে কটাক্ষ
একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ঘোষণা, বিধানসভা ভোটে একলা লড়বে তৃণমূল। এক বছর আগেই ব্রিগেডে বিজয় সমাবেশের কথাও ঘোষণা করে দিলেন মমতা।
ওয়েব ডেস্ক: একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ঘোষণা, বিধানসভা ভোটে একলা লড়বে তৃণমূল। এক বছর আগেই ব্রিগেডে বিজয় সমাবেশের কথাও ঘোষণা করে দিলেন মমতা।
কখনও কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের ইফতারের আমন্ত্রণ গ্রহণ। কখনও বর্ষিয়ান ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। বিজেপিকে ঠেকাতে তৃণমূলের কী সমীকরণ, গত কয়েক দিন ধরে তা নিয়ে অনেক জল্পনাই হয়েছে। যাবতীয় জল্পনাকে ভেঙে দিলেন তিনি নিজেই। একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, বিধানসভা ভোটে একলা লড়বে তৃণমূল কংগ্রেস।
সরাসরি বুঝিয়ে দিলেন, রাজ্যে এখন বিরোধীরা কোনও ফ্যাক্টরই নয়।
একলা চলেও ফের ক্ষমতায় দখলে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। এক বছর আগেই, ২০১১ মত ২০১৬-তেও ব্রিগেডেই বিজয় সমাবেশের ডাক দিলেন মমতা ।
রাজ্যে বিজেপির উত্থান গত এক বছরে অনেকটাই স্থিমিত। বামেদের আন্দোলন তেমনভাবে দানা বাঁধতে পারছে না। কংগ্রেসও ভাঙতে ভাঙতে তলানিতে এসে ঠেকেছে। বিরোধীদের এই অবস্থারই সুযোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।