আইপিএল-এর ফাইনালে উঠেই দিদির বাড়িতে বাদশা

বুধবার কেকেআর আইপিএল ফাইনালে পৌছে যেতেই টিম নাইটের মালিক শাহরুখ খান পৌছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। রাত আটটা চল্লিশ নাগাদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান কিং খান। প্রায় চল্লিশ মিনিট দুজনের কথা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আইপিএল ফাইনাল দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ। রাত নটা কুড়ি নাগাদ বেরিয়ে যান তিনি। টানা আটটি ম্যাচ জিতে এমুহুর্তে দুরন্ত ফর্মে কেকেআর। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ জানিয়েছেন, দলের এই সাফল্যের আনন্দ ভাগ করে নিতেই দিদির কাছে যাওয়া।

Updated By: May 29, 2014, 09:03 AM IST

বুধবার কেকেআর আইপিএল ফাইনালে পৌছে যেতেই টিম নাইটের মালিক শাহরুখ খান পৌছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। রাত আটটা চল্লিশ নাগাদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান কিং খান। প্রায় চল্লিশ মিনিট দুজনের কথা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আইপিএল ফাইনাল দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ। রাত নটা কুড়ি নাগাদ বেরিয়ে যান তিনি। টানা আটটি ম্যাচ জিতে এমুহুর্তে দুরন্ত ফর্মে কেকেআর। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ জানিয়েছেন, দলের এই সাফল্যের আনন্দ ভাগ করে নিতেই দিদির কাছে যাওয়া।

আইপিএল সেভেনর ফাইনালে পৌছল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনে প্রথম কোয়ালিফায়ারে কিংস ইলেভেন পঞ্জাবকে ২৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সরাসরি ফাইনালে পৌছে গেলেন নাইটরা।

এ দিন প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৩ রান করেন নাইটরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয় কিংস ইলেভেন পঞ্জাব। নাইটদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রবিন উথাপ্পা। ৩টি উইকেট নেন উমেশ যাদব।

.