লেকটাউনে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি

জানা গিয়েছে পেশায় ব্যবসায়ী রাকেশ সিং পাতিপুকুরের বাসিন্দা। 

Updated By: Dec 31, 2020, 09:32 AM IST
লেকটাউনে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি

নিজস্ব প্রতিবেদন: লেকটাউনে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে লেকটাউনের বসাকবাগানে। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। রাতেই গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ী রাকেশ সিংকে আনা হয় আর জি কর হাসপাতালে। জানা গিয়েছে পেশায় ব্যবসায়ী রাকেশ সিং পাতিপুকুরের বাসিন্দা। 

আরও পড়ুন:  হিন্দু যুবকদের হাতে অস্ত্র তুলে নিতে হবে: Dilip, হাজারটা দিলীপকে সামলে নেব: TMC

হাসপাতাল সূত্রে খবর, পেটের ঠিক বাঁ দিকে গুলি লেগেছে। কি কারণে গুলি, তা এখনও স্পষ্ট নয়। কারা তাঁকে আক্রমণ করেছে তাও এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ব্যবসা জনিত পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। তবে ঘটনায় অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে  লেকটাউন থানার পুলিস। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। 

.