নোট বাতিলের জেরে শহরবাসীর হয়রানি চলছেই
৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের জেরে শহরবাসীর হয়রানি চলছেই। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে বড় নোট বেরলেও খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কিছু কিছু এটিএমে শুধুই নতুন ২০০০ টাকার নোট থাকায় সেখানে খুব একটা ভিড় চোখে পড়ছে না। বরং যেখানে ১০০ এবং ৫০০ টাকার নোট মজুত, সেইসব এটিএমে ভিড করছেন গ্রাহকরা। খুচরো পাওয়ার আশায় তাঁরা একাধিকবার টাকা তুলছেন বলে অভিযোগ। ফলে টাকা তোলার লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে।
![নোট বাতিলের জেরে শহরবাসীর হয়রানি চলছেই নোট বাতিলের জেরে শহরবাসীর হয়রানি চলছেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/23/71106-atm-23-11-16.jpg)
ওয়েব ডেস্ক: ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের জেরে শহরবাসীর হয়রানি চলছেই। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে বড় নোট বেরলেও খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কিছু কিছু এটিএমে শুধুই নতুন ২০০০ টাকার নোট থাকায় সেখানে খুব একটা ভিড় চোখে পড়ছে না। বরং যেখানে ১০০ এবং ৫০০ টাকার নোট মজুত, সেইসব এটিএমে ভিড করছেন গ্রাহকরা। খুচরো পাওয়ার আশায় তাঁরা একাধিকবার টাকা তুলছেন বলে অভিযোগ। ফলে টাকা তোলার লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে।
আরও পড়ুন রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে RBI সহ বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যসচিবের
আরও পড়ুন এখানে আপনি ব্যবহার করতে পারবেন পুরনো ৫০০, ১০০০ টাকার নোট