পুলিস আবাসনের মাটি খুঁড়তেই উঠে এল বস্তাভরা কঙ্কাল!
দুপ্রান্তের দুই নেতাজিনগর। মাটি খুঁড়তেই উঠে এল কঙ্কাল। ছত্তিসগড়ের রায়পুরের নেতাজিনগর এবং কলকাতার নেতাজিনগর। পুলিস আবাসনের মাটি খুঁড়তে উঠল বস্তাভরা কঙ্কাল। কঙ্কাল দুটি পুরুষ না মহিলার, পুলিস আবাসনের ভিতরেই বা কী করে এল? তদন্তে নেমেছে নেতাজিনগর থানার পুলিস ও কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।
![পুলিস আবাসনের মাটি খুঁড়তেই উঠে এল বস্তাভরা কঙ্কাল! পুলিস আবাসনের মাটি খুঁড়তেই উঠে এল বস্তাভরা কঙ্কাল!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/05/77980-kankal-5-2-17.jpg)
ওয়েব ডেস্ক: দুপ্রান্তের দুই নেতাজিনগর। মাটি খুঁড়তেই উঠে এল কঙ্কাল। ছত্তিসগড়ের রায়পুরের নেতাজিনগর এবং কলকাতার নেতাজিনগর। পুলিস আবাসনের মাটি খুঁড়তে উঠল বস্তাভরা কঙ্কাল। কঙ্কাল দুটি পুরুষ না মহিলার, পুলিস আবাসনের ভিতরেই বা কী করে এল? তদন্তে নেমেছে নেতাজিনগর থানার পুলিস ও কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।
আরও পড়ুন
-
নকল সার তৈরির কারখানার খোঁজ মিলল রায়গঞ্জের সোহারই এলাকায়
-
প্রাক্তন প্রেমিকের হুমকিতে আত্মঘাতী নদিয়ার কিশোরী
ছত্তিসগড়ের রায়পুর থেকে কলকাতার নেতাজিনগর। দূরত্বটা কয়েকশো মাইলের। কিন্তু ছবিটা এক। রায়পুরে বাড়ির বাগানের মাটি খুঁড়ে বেরিয়েছে সাইকো কিলার উদয়ন দাসের বাবা-মার হাড়গোড়। খাস কলকাতাতেও মাটি খুঁড়তেই বেরিয়ে এল করোটি। রবিবার সকালে নেতাজিনগর পুলিস আবাসনে ড্রেনেজ সিস্টেমের পাইপলাইনের কাজ চলছিল। মাটি খুঁড়তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।