কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে মিটল ভোটগ্রহণ, কোথায় কোথায় অশান্তি, দেখুন একনজরে

ভোটকেন্দ্রে অশান্তির ছবি নেই । তবে বুথের দুশো মিটারের বাইরে কোথাও কোথাও দেখা গেছে  ভোটের দিনের চেনা ছবি। হামলা, বুথ ভাঙচুর, বচসা, ধস্তাধস্তি, বুথে ঢুকতে বাধা, এধরনের বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি এলাকায়। একাধিক ক্ষেত্রে  অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধেই।

Updated By: Sep 13, 2014, 07:19 PM IST
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে মিটল ভোটগ্রহণ, কোথায় কোথায় অশান্তি, দেখুন একনজরে

কলকাতা: ভোটকেন্দ্রে অশান্তির ছবি নেই । তবে বুথের দুশো মিটারের বাইরে কোথাও কোথাও দেখা গেছে  ভোটের দিনের চেনা ছবি। হামলা, বুথ ভাঙচুর, বচসা, ধস্তাধস্তি, বুথে ঢুকতে বাধা, এধরনের বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি এলাকায়। একাধিক ক্ষেত্রে  অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধেই।

শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের সামনে সিপিআইএমের অফিস ভাঙচুর। বন্দুকের বাটের আঘাতে আহত  দুই মহিলা সহ পাঁচজন।  দুজন মহিলাকে ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে  বাকিরা ভর্তি এনআরএসে। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ সিপিআইএমের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির সঙ্গে তৃণমূল কর্মীদের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাষট্টি নম্বর ওয়ার্ডের একটি বুথে। ওই বুথে ছাপ্পা  ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি প্রার্থী ঘটনাস্থলে পৌছলে তাঁর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ও পরে ধস্তাধস্তি হয়।

চৌরঙ্গির বাষট্টি নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠককে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর ইকবাল আহমেদের বিরুদ্ধে। দুজনের বচসা।  তালতলা থানায় অভিযোগ দায়ের।

ওয়েলিংটনে মৌলানা আজাদ কলেজের বুথ, একশো বাহান্ন নম্বর বুথ সহ একাধিক বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা। কংগ্রেসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আষাঢ়ে গল্প ফাঁদছে কংগ্রেস। মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্যারাডাইস সিনেমার সামনে বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর।  ছাতাওয়ালা গলিতেও বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

উপনির্বাচন ঘিরে অশান্তি ছড়ায় বেন্টিঙ্ক স্ট্রিটে। খোদ পুলিসেরই বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপি-র ক্যাম্প অফিস তুলে দেওয়ার। এ নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। হেয়ার স্ট্রিট থানার ওসির বিরুদ্ধে এসিপি-র কাছে অভিযোগ করেছেন চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির। পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।  রফি আহমেদ কিদওয়াই রোডে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি স্কুলে দেরিতে আসায় মহিলা ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ। গেটের বাইরে বিক্ষোভ মহিলাদের।  

বসিরহাটে বহিরাগতদের এলাকায় ঢুকিয়েছিলে তৃণমূল, অভিযোগ বামেদের। তাঁদের দাবি, এলাকায় হাজির হয়েছিলেন নৈহাটির তৃণমূল কাউন্সিলর রিঙ্কু সাহা। আপাত ভাবে শান্তিপূর্ণ ভোট হলেও বসিরহাটেও  বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

 

.