অধ্যাপক পিটিয়েও কেন সৌরভের 'সাত খুন মাফ'?
কথায় বলে সাত খুন মাফ। শিক্ষামহলের প্রশ্ন, সৌরভ অধিকারীর ক্ষেত্রে কম কী হল? অধ্যাপকদের পেটানোয় মূল অভিযুক্ত। তার পরেও তিনি একই রকম বেপরোয়া।
ব্যুরো: কথায় বলে সাত খুন মাফ। শিক্ষামহলের প্রশ্ন, সৌরভ অধিকারীর ক্ষেত্রে কম কী হল? অধ্যাপকদের পেটানোয় মূল অভিযুক্ত। তার পরেও তিনি একই রকম বেপরোয়া।
অধ্যাপকদের ওপর হামলার মূল পাণ্ডা তিনিই। তার পরেও দিব্বি দাপিয়ে বেড়াচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।
শেষ পর্যন্ত ডাক পড়ল শিক্ষামন্ত্রীর দরবারে। শুক্রবার সাত সহকর্মীকে নিয়ে বিকাশভবনে হাজিরও হলেন ছাত্র নেতা।
পৌছে গেলেন তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি অশোক রুদ্রও।
টানা দেড় ঘণ্টা মন্ত্রী কথা বললেন সৌরভ ও তার সঙ্গীদের সঙ্গে। কিন্তু কিছু কী ফারাক হল?
বিকাশ ভবন থেকে বেরিয়ে আসার সময় সেই একই ডোন্ট কেয়ার বডি ল্যাঙ্গোয়েজ।
সটান চড়ে বসলেন প্রেস লেখা গাড়িতে। শুধু সৌরভকে নিয়েই বিকাশ ভবন ছাড়ল এসি গাড়ি।
কোথা থেকে প্রেস লেখা গাড়ি পেলেন সৌরভ? কবে থেকে সাংবাদিক হলেন কলকাতা বিশ্ববিদ্যাললের জিএস? হাতে প্লাস্টার আঁটা সৌরভের সহযোগীরা খুঁজেপেতে উঠলেন ট্যাক্সিতে।
সব দোষ মাফ!
মন্ত্রীর সঙ্গে দেড় ঘণ্টা কথা বলার পরেও এতটা বেপরোয়া ভাবভঙ্গি। তাহলে কি সৌরভের সব দোষ মাফ।
পুলিসকে হুমকি দিয়ে সংগঠন থেকে সাসপেন্ডেড হয়েছেন আসানসোলের ছাত্রনেতা সৌমিত্র ব্যানার্জি।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরে গ্রেফতার করা হয় অভিযুক্ত টিএমসিপি সদস্যদের।
সব দোষ মাফ! অথচ উল্টো ছবি সৌরভ অধিকারীর ক্ষেত্রে। এখনও তিনি সমান বেপরোয়া। কার প্রশ্রয়ে ওই ঔদ্ধত্য? প্রশ্ন শিক্ষামহলের।