আজ উষ্ণতম দিন, চলবে দাবদাহ

কাঠফাটা রোদ। সঙ্গে প্রবল ঘাম। তীব্র দাবদাহে নাজেহাল কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ। শনিবার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়েছে। এখনই বৃষ্টিপাত কিংবা কালবৈশাখীর কোনও সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Apr 21, 2012, 06:29 PM IST

কাঠফাটা রোদ। সঙ্গে প্রবল ঘাম। তীব্র দাবদাহে নাজেহাল কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ। শনিবার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়েছে। এখনই বৃষ্টিপাত কিংবা কালবৈশাখীর কোনও সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
এদিন আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ মরসুমের উষ্ণতম দিন। কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘের সঞ্চার হলেও, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বর্তমানে বাংলাদেশের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ফলে ঘূর্ণাবর্তের দিকেই সব মেঘ সরে যাচ্ছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।

.