SSKMএ চলল গুলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পুলিস কর্মী

SSKMএ চলল গুলি, আহত পুলিসকর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে

Updated By: Apr 3, 2021, 03:45 PM IST
SSKMএ চলল গুলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পুলিস কর্মী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সাতসকালে SSKMএ চলল গুলি। ঘটনায় এক SI আহত হয়েছেন। জানা গিয়েছে এল কে রায় চৌধুরী নামে ওই ব্যক্তি HRFএ ডিউটিতে যোগ দেন ওই SI। তাঁর সার্ভিস রিভলভার থেকেই ছিটকে বেরিয়েছে গুলি। আর তাতেই গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, এদিন সকালে ফোর্স নিয়েই হাসপাতাল চত্বরে আসেন তিনি। ট্রমা কেয়ারের সামনেই পার্ক করেন গাড়ি। এরপর ট্রমা কেয়ারের পিছন দিকের একটি ভবনে চলে যান। সেখানে নির্মান কাজ চলছিল। এর ঠিক পরেই আচমকা গুলির শব্দ শোনা যায়। জওয়ানরা ভেতরে গিয়ে এল কে রায় চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পাশেই পড়েছিল তাঁর সার্ভিস রিভলভার। প্রাথমিত তদন্তে পুলিস জানতে পারে ওই সার্ভিস রিভলভার থেকেই গুলি বেরিয়েছিল।

আরও পড়ুন: তপসিয়ার রবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমেষে ছাই সর্বস্ব

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই পুলিসকর্মীকে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।  কী কারণে এই ঘটনা? তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিস সূত্রে খবর পারিবারিক কিছু সমস্যা চলছিল তার। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল চত্বরের সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিস।

.