ঢালাও বরাদ্দের বাজেটে অস্পষ্ট আয়ের দিশা

আয়ের উত্‍স স্পষ্ট না-করেই বিভিন্ন দফতরের জন্য ঢালাও বরাদ্দ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী ভাবমূর্তির দিকে তাকিয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়িয়েছেন অর্থমন্ত্রী। তবে, এজন্য বাড়তি অর্থ সরকারের কোষাগারে কোথা থেকে আসবে, সেবিষয়ে কোনও দিশা দেখাতে পারেননি তিনি।

Updated By: Mar 23, 2012, 06:50 PM IST

আয়ের উত্‍স স্পষ্ট না-করেই বিভিন্ন দফতরের জন্য ঢালাও বরাদ্দ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী ভাবমূর্তির দিকে তাকিয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়িয়েছেন অর্থমন্ত্রী। তবে, এজন্য বাড়তি অর্থ সরকারের কোষাগারে কোথা থেকে আসবে, সেবিষয়ে কোনও দিশা দেখাতে পারেননি তিনি।
রাজ্য বাজেটে দামি গাড়ি, টিভি, মোবাইল-সহ কয়েকটি বিলাসদ্রব্যের ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। দেশি মদের ওপর কর বাড়ানো হয়েছে। পণ্য পরিবহণের ক্ষেত্রে বিশেষ প্রবেশ করের প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। জোর দেওয়া হয়েছে করব্যবস্থার সরলীকরণের ওপর। এর ফলে  সরকারের আয় বাড়লেও তা রাজস্ব ঘাটতি সামাল দেওয়ার পক্ষে যথেষ্ট কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। 
অমিত মিত্রর দাবি, চলতি আর্থিক বছরের শেষে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ২৫ হাজার কোটি টাকা। আগামী অর্থবর্ষে যা বেড়ে দাঁড়াবে ৩১ হাজার কোটি টাকারও বেশি। তবে, বাড়তি ৬ হাজার কোটি টাকার সংস্থান কীভাবে হবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি অর্থমন্ত্রী। আগামী অর্থবর্ষে রাজ্যে ১০ লক্ষেরও বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।    
বাজেট বিস্তারে জানতে দেখুন ২৪ ঘণ্টার বিশেষ বাজেট পাতা

.