চিটফান্ড কেলেঙ্কারি: আজ হাইকোর্টে হলফনামা রাজ্যের

চিটফান্ড কেলেঙ্কারি মামলায় আজ হাইকোর্টে হলফনামা দেবে রাজ্য সরকার। হলফনামার বয়ান স্থির করতে গতকাল জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজি।ভিও- চিটফান্ড কেলেঙ্কারি রুখতে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।  দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই সরকারের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে।  

Updated By: May 2, 2013, 08:41 AM IST

চিটফান্ড কেলেঙ্কারি মামলায় আজ হাইকোর্টে হলফনামা দেবে রাজ্য সরকার। হলফনামার বয়ান স্থির করতে গতকাল জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজি।ভিও- চিটফান্ড কেলেঙ্কারি রুখতে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।  দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই সরকারের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে।  
বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিয়ে সেবিষয়ে বিস্তারিত তথ্য দেবে সরকার।  তার আগে বুধবার হলফনামার বয়ান চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজি। বৃহস্পতিবার রাজ্য সরকার হলফনামায় যেবিষয়গুলি জানাতে চলেছে...
 
হলফনামার বয়ান
মালিক সুদীপ্ত সেন সহ সারদাকাণ্ডে অভিযু্ক্তরা এই মুহুর্তে পুলিসি হেফাজতে
 
সেবি পাঠানো তালিকা অনুযায়ী তিয়াত্তরটি চিটফান্ড কোম্পানির বিষয়ে ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করেছে অর্থ ও স্বরাষ্ট্র দফতর
 
তালিকাভুক্ত সংস্থাগুলির আয়ব্যয়ের হিসেব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলার এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে
 
সেবির তালিকায় নাম নেই এমন চিটফান্ড সংস্থার বিষয়েও খোঁজ নিচ্ছে রাজ্য সরকার
 
ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই ১১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে
 
লিফলেট ও গানের মাধ্যমে মানুষকে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে
 
বিভিন্ন সরকারি স্বল্পসঞ্চয় প্রকল্পে মানুষের উত্সাহ বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে
 
সেবি ও আরবিআইয়ের তালিকা নাম নেই এমন মোট ৫টি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার
 
   

.