বৈঠকই সার, ধর্মঘটে প্রায় শূন্য কলকাতার রাজপথ
শাসক এবং বিরোধীপক্ষের মধ্যে যুদ্ধং দেহি টানাপোড়েনের মধ্যেই রাজ্যে সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। তবে বাস এবং ট্যাক্সি মালিকদের সঙ্গে পরিবহণমন্ত্রীর দফায় দফায় বৈঠকই সার হল। ট্রেড ইউনিয়নের সাধারণ ধর্মঘটে কলকাতার রাজপথ সকাল থেকেই ফাঁকা।
শাসক এবং বিরোধীপক্ষের মধ্যে যুদ্ধং দেহি টানাপোড়েনের মধ্যেই রাজ্যে সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। তবে বাস এবং ট্যাক্সি মালিকদের সঙ্গে পরিবহণমন্ত্রীর দফায় দফায় বৈঠকই সার হল। ট্রেড ইউনিয়নের সাধারণ ধর্মঘটে কলকাতার রাজপথ সকাল থেকেই ফাঁকা।
সারা রাজ্যে ৩৭ হাজার বাসের মধ্যে মাত্র দেড় হাজার বাস চলছে। কলকাতায় অন্যান্য দিন প্রায় ৮ হাজার বাস চলে। আজ চলছে মাত্র একশোটি বাস। সাড়ে ৫ হাজার মিনি বাসের মধ্যে চলছে ১৫০টি মিনিবাস। তেত্রিশ হাজার ট্যাক্সির মধ্যে মাত্র তিনশোটি ট্যাক্সি চলছে।
সরকারি বাস চললেও খুব কম সংখ্যক মানুষকেই পথে নামতে দেখা গেছে। আর পাঁচটা দিনের ব্যস্ত ছবি ধরা পড়েনি ধর্মতলায়। বড়বাজার, পোস্তা থেকে শুরু করে গড়িয়াহাট মার্কেট, সব জায়গাতেই বেশিরভাগ দোকানই সকাল থেকে বন্ধ রয়েছে। শ্যামবাজার, পার্ক সার্কাসের মতো শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।