দলের জন্য ১০ বছরের সম্পর্ক ভাঙছে, সত্যিই কি ঘরের লক্ষ্মী ছিলাম? পাল্টা Sujata
তৃণমূলে যোগ দিলেন স্ত্রী সুজাতা। বিবাহবিচ্ছেদের নোটিস পাঠানোর ঘোষণা সৌমিত্র খাঁয়ের।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের (TMC) বিরুদ্ধে 'মা লক্ষ্মী' চুরির অভিযোগ করলেন সৌমিত্র খাঁ। তার পাল্টা সুজাতা বললেন,'দলের জন্য ১০ বছরের সম্পর্কে ইতি টানছে। তাহলে কি সত্যিই লক্ষ্মী ছিলাম!'
তৃণমূল ভবনে গিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল পতাকা তুলে নিলেন সৌমিত্র-ঘরণী। তার অব্যবহিত পরেই স্ত্রীকে বিবাহবিচ্ছেদ নোটিস পাঠানোর কথা ভরা সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। পরে Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'তৃণমূল ছেলেদের মেধাচুরি, গরুচুরির পর আমার মা লক্ষ্মীকেও চুরি করে নিয়েছে। চুরিটা পেশায় পরিণত করেছে ওরা। আজ থেকে আমি অকৃতদার। কেউ নেই আমার। কৈফিয়ত দেওয়ার কেউ নেই। খালি এটাই বলি, মা লক্ষ্মীকে চুরি করে রাস্তার ময়লা না করে দেয়। মা-বাবা মারা গেলে মেনে নিতে হয়। সুজাতা আজ থেকে মৃতপ্রায়। সুজাতা লড়াইয়ে সঙ্গ দিয়েছিল। ও ভাল থাকুক।'
১০ বছরের সম্পর্কের চেয়ে কি দল বড় হয়ে গেল? সৌমিত্র খাঁকে প্রশ্ন সুজাতার। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'পরিবার ও রাজনীতিকে মেলাইনি। যাঁর জন্য এত কিছু করলাম, জীবনে ১০টা বছর দিলাম। বাবা-মার অমতে বিয়ে করেছি। ওকে আজও ভালবাসি, আগামিকালও ভাসব। দলের জন্য ১০ বছরের সম্পর্কে ইতি টানছে, তাহলে সত্যিই কি ঘরের লক্ষ্মী ছিলাম?'
আরও পড়ুন- 'ঘরের লক্ষ্মী চুরি,' চোখে জল নিয়ে স্ত্রীকে ডিভোর্স নোটিস পাঠাচ্ছেন Soumitra