সুমনের গানে এবার দময়ন্তী

কিষেণজি, জাগরি বাস্কের পর এবার দময়ন্তী সেনকে নিয়ে গান বাঁধলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েই গানকে মাধ্যম করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সরকারের সমলোচনায় মুখর হয়েছেন তিনি।

Updated By: Apr 10, 2012, 08:31 PM IST

কিষেণজি, জাগরি বাস্কের পর এবার দময়ন্তী সেনকে নিয়ে গান বাঁধলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েই গানকে মাধ্যম করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ কবীর সুমন। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সরকারের সমলোচনায় মুখর হয়েছেন তিনি। মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর পর তাঁকে নিয়ে ২টি গান বেঁধেছিলেন। জাগরী বাস্কে মহাকরণে আত্মসমর্পণের পরেও গান বেঁধে বিতর্কে জড়িয়েছিলেন। আর গোয়েন্দাপ্রধানের পদ থেকে দময়ন্তী সেনকে বদলির সরকারি সিদ্ধান্ত নিয়ে নিজের বিরোধিতার কথা সেই গানের মাধ্যমেই তুলে ধরলেন কবীর সুমন। গানের কথায় ঝড়ে পড়েছে শ্লেষ। সরকারের প্রতি তীব্র বিদ্রুপও ছত্রে ছত্রে ধরা পড়েছে তাঁর গলায়। এমনকী পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকেও গানের কথায় কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ।
পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডকে সাজানো ঘটনা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তত্কালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ধর্ষিতার অভিযোগের সারবত্তা আছে। পরে তিনি তা তদন্তে প্রমাণও করেন। রাজ্য রাজনীতির আলোড়ন ফেলা ওই ঘটনাকে নিয়েই গান বেঁধেছেন কবীর সুমন। গানে-কথায় তৃণমূল সাংসদ জানিয়েছেন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর প্রতিবাদের কথা। 

.