টিকাকরণ সম্পূর্ণ না হলে ভোট নয়: Suvendu; বাংলায় করোনা নেই বললেই চলে: Sukhendu

উপনির্বাচন চান না শুভেন্দু। পাল্টা সুখেন্দুর।  

Updated By: Jul 13, 2021, 11:34 PM IST
টিকাকরণ সম্পূর্ণ না হলে ভোট নয়: Suvendu; বাংলায় করোনা নেই বললেই চলে: Sukhendu

নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনের দাবি নিয়ে বৃহস্পতিবার দিল্লির নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের ৬ প্রতিনিধির দল। তবে এখনই ভোটে সায় নেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি মনে করেন,'টিকাকরণ সম্পূর্ণ না হলে ভোট করা উচিত নয়।' বিরোধী দলনেতা বা রাজনৈতিক নেতা নির্বাচন ঠিক করে না বলে পাল্টা দিয়েছেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। একইসঙ্গে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল উপনির্বাচনের পক্ষপাতী।  

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন,'টিকাকারণ সম্পূর্ণ না হলে ভোট করা উচিত নয়। পশ্চিমবঙ্গ,তামিলনাড়ু, অসমে ভোটের সময় মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ যা ছিল, তার চেয়ে পরিস্থিতির বদল হয়নি। যারা পশ্চিমবঙ্গে পুরসভার নির্বাচন করতে পারে না, এমনকি ৪ বছর ধরে কলেজের ছাত্র সংসদের ভোট করতে পারে না, তাদের উপনির্বাচনের জন্য এত তাড়া কীসের? বিজেপি কোভিডকে অগ্রাধিকার দিয়ে উত্তরাখণ্ডে অ-বিধায়ক মুখ্যমন্ত্রীকে বদলে বিধায়ককে মুখ্যমন্ত্রী করেছে। বিজেপির অবস্থান খুব স্পষ্ট। এই দলের যা অবস্থা, শূন্য থেকে একশো একজনই। স্বাভাবিকভাবে ওঁরা উদ্বেলিত।' 

রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,'নির্বাচন কখন হবে, কখন হবে না সেটা কোনও বিরোধী দলনেতা বা রাজনৈতিক নেতার মতামতের উপর নির্ভর করে না। আজকে বাংলায় করোনা নেই বললেই চলে। প্রায় শূন্যের দিকে এগিয়ে চলেছে। এটাই উপযুক্ত সময়। নির্বাচন কমিশন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিলে রাজ্যের মানুষ স্বাগত জানাবে। বিশেষ করে ওই ৭টি বিধানসভা কেন্দ্রের, যাঁরা এখনও তাঁদের প্রতিনিধিদের বিধানসভায় পাঠাতে পারেননি।'

আরও পড়ুন- 'ওসব বলে কিছু হবে না, যা করেছি আইনের মধ্যে', Suvendu-কে জবাব স্পিকারের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.