Suvendu Adhikari: নন্দীগ্রামে তেরঙা যাত্রায় বাধা? পুলিসের বিরুদ্ধে শাহকে নালিশ শুভেন্দুর
'কী লজ্জা! আমরা কোথায় বাস করছি'?, টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
মৌমিতা চক্রবর্তী: নন্দীগ্রামে তেরঙা যাত্রায় বাধা? পুলিসের সঙ্গে বচসার পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। যাঁরা তেরঙা যাত্রায় বাধা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি। এমনকী, জাতীয় পতাকার অবমাননারও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।
আর বেশি দেরি নেই। স্বাধীনতার ৭৫ বছর পূ্র্তিতে 'আজাদি কা অমৃত মহোৎসবে' মেতে উঠেছে গোটা দেশ। তেরঙা যাত্রা, পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিতরণ-সহ আরও নানা কর্মসূচি চলছে। ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোশাকি নাম, 'হর ঘর তেরঙা'।
এদিন 'হর ঘর তেরঙা'র কর্মসূচি প্রচারেই নিজের নির্বাচনকেন্দ্র নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে তেরঙা যাত্রায় অংশ নেন স্থানীয় বিজেপি কর্মীরা। কিন্তু সেই মিছিল পুলিস আটকে দেয় বলে অভিযোগ। কেন? ঘটনাস্থলেই পুলিসকর্মীদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন শুভেন্দু।
ঘটনার ছবি ও ভিডিয়ো টুইট করে বিরোধী দলনেতা। লেখেন, 'কী লজ্জা! আমরা কোথায় বাস করছি? বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে আহ্বান জানিয়েও মিছিলও আটকে দিচ্ছে পুলিস। পশ্চিমবঙ্গের প্রশাসন কি মনে করে, এই রাজ্য ভারতের অংশ নয়'? তাঁর দাবি, 'মিছিলে কারও হাতে কোন রাজনৈতিক দলের পতাকা ছিল না, শুধু ডাতীয় পতাকা ছিল। মেদিনীপুরের পুলিস সুপারের নির্দেশে মিছিল আটকেছেন হলদিয়ার অতিরিক্ত পুলিস সুপার শ্রদ্ধা পাণ্ডে'।
While leading the Tiranga Yatra at Nandigram today, where the public in general assembled with the Indian National Flag & marched alongside me, chanting "Bharat Mata Ki Jai" slogan; Anti National Mamata Police obstructed our way & told us that we don't have permission to do this. pic.twitter.com/8IRP6kdLF0
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 12, 2022
Nobody was carrying any political party's flag, only the Indian National Flag. Is it a crime to do so in West Bengal?
Addl. SP Haldia; Smt Shraddha N Pandey; IPS, did this on the instructions of @MedinipurSp
Amarnath K; IPS, who was carrying out orders of DGP Manoj Malaviya; IPS. pic.twitter.com/68P5kvgXFd— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 12, 2022
What a shame! Where are we living? A procession to campaign for hoisting the Indian National Flag is being prohibited. Does the WB Administration feel that the state isn't a part of India?#HarGharTiranga@narendramodi@PMOIndia@AmitShah@HMOIndia pic.twitter.com/1r03Fjg5kD
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 12, 2022
রাতেই তেরঙা যাত্রায় বাধা দেওয়ার অভিযোগে অমিত শাহকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে অভিযোগ করলেন, 'এ রাজ্যে পুলিসই তেরঙা যাত্রায় বাধা দিচ্ছে'! এর আগে যখন মুর্শিদাবাদের ডোমকলে বিস্ফোরণে এক ব্যক্তি প্রাণ হারান, তখনও ঘটনার এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক।
আরও পড়ুন: DA: সময়সীমা শেষের পথে, কবে মিলবে বকেয়া ডিএ? ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্য
৪ জুলাই, সোমবারের ঘটনা। সেদিন রাতে ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে বঘারপুর রমানা এলাকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রাণ হারান সিরাজুল শেখ নামে এক যুবক। গুরুতর আহত হন তাঁর সঙ্গী নাজিবুল শেখ। কীভাবে বিস্ফোরণ ঘটল? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে মাঠে বসে বোমা বাঁধছিলেন বেশ কয়েকজন। তখনই আচমকাই বিস্ফোরণ ঘটে! ঘটনাস্থল থেকে ৩ বোমা উদ্ধার করেছে পুলিস।