Baguiati Student Murder: বাগুইআটি জোড়া খুনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

সাসপেন্ড বাগুইআটি থানার আইসি।  'পুলিসের সাহায্যে মেলা, খেলা হয়। পিসি-ভাইপোকে নিরাপত্তা দেওয়াই পুলিসের কাজ', অভিযোগ বিরোধী দলনেতার।

Updated By: Sep 7, 2022, 05:25 PM IST
 Baguiati Student Murder: বাগুইআটি জোড়া খুনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: বাগুইআটি জোড়া খুনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বললেন, 'পরিবারকে পরামর্শ দেব, আপনারা হাইকোর্টের দ্বারস্থ হোন। জনস্বার্থ মামলা করুন। সিবিআই চান'। এদিকে ক্লোজ করার পর এবার সাসপেন্ড বাগুইআটি থানার আইসি।

মুক্তিপণ না পেয়ে বাসন্তী হাইওয়েতে চলন্ত গাড়িতে খুন দুই ছাত্রকে? একজনের দেহ পাওয়া গেল ন্যাজাটে, আর একজনের মিনাখাঁয়। স্রেফ পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নয়, অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা। গতকাল, মঙ্গলবার বাগুইআটি জোড়া খুনকান্ডে তোলপাড় চলে শহরে। 

এদিন নবান্নে রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পুলিসের ভূমিকায় ক্ষুদ্ধ তিনি। বৈঠকে রীতিমতো ধমক দেন বাগুইআটি খানার আইসিকে। মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বাগুইআটি জোড়া খুনকান্ডে সিআইডি নির্দেশ দিয়েছেন তিনি। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য় পুলিসের ডিজি-কে। ক্লোজ করা হয়েছিল বাগুইআটি থানার আইসিকে। এবার তাঁর বিরুদ্ধে কড়াও পদক্ষেপ করল সরকার।

আরও পড়ুন: Baguiati Student Murder: খুনের আগে হোটেলে 'মিটিং' সতেন্দ্রর, কাজ হলে মোটা পারিশ্রমিকের প্রতিশ্রুতি

এদিকে সকাল থেকে বাগুইআটি থানার বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। জোড়া খুনের প্রতিবাদে থানায় ডেপুটেশন দেন মহিলা মোর্চার সদস্যরা। দুপুরে বাগুইআটিতে পৌঁছন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বিরোধী দলগুলি বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যখন রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়, তখন ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনেক ছলাকলা করেন। মিথ্যা কথা না বলে জলগ্রহণ করেন না মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটে জিতেছে জেহাদিদের সমর্থনে ও পুলিসের সাহায্যে। এখন শুধুমাত্র পুলিসে দ্বারা টিকে আছেন'। শুভেন্দুর অভিযোগ, 'পুলিসের সাহায্যে মেলা, খেলা হয়। পিসি-ভাইপোকে নিরাপত্তা দেওয়াই পুলিসের কাজ। চুরি, ডাকাতি, অপহরণের লাইসেন্স দেওয়া আছে। ভাইপো লোক হলে পুলিস কিছু বলবে না'। 

রাজ্য়ে পুরভোটের ফল ঘোষণার পর খুন হন পাটিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। ঘটনার তদন্ত করছে সিআইডি। এদিকে গ্রেফতারির ৩ মাসের মাথায় জামিন পেয়ে গিয়েছেন মূল অভিযুক্ত বাপি পণ্ডিত ওরফে প্রসেনজিৎ। এদিন বাগুইআটিতে শুভেন্দু বলেন, 'সিআইডি কেমন তদন্ত করে, সেটা বিজেপির মুখ থেকে শুনতে হবে না। পানিহাটিতে খুন হয়ে যাওয়া তৃণমূল কাউন্সিলরের সহধর্মিনী বলছেন, সিআইডি খুনিদের কেস ডায়রি দিয়ে জামিন করিয়ে দিল! রাজ্য সরকার এই মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করুক। পরিবারকে বলছি, আপনার হাইকোর্টের দ্বারস্থ হন।  হাইকোর্টে জনস্বার্থ মামলা করুন, সিবিআই চান'। 

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে বাগুইহাটিতে যান  সুকান্ত মজুমদার। প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। নিহতদের যাওয়ার পথে বিজেপির রাজ্য় সভাপতিকে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। ওঠে গো ব্যাক' স্লোগান। মিনিট পনেরো অপেক্ষা করেন সুকান্ত, তারপর ফিরে যান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.